অন্যান্য।জেলার খবর

দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে “দৃষ্টি”র নিজস্ব শিল্প চর্চা কেন্দ্র “শিল্পশালা” য় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

নীরেশ ভৌমিক : গত ২১শে ফেব্রুয়ারী বুধবার দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে “দৃষ্টি”র নিজস্ব শিল্প চর্চা কেন্দ্র “শিল্পশালা” য় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন বিকেল ঠিক ৪ টে “International Theatre Festival of India 2024” উপলক্ষে “দৃষ্টি”র প্রযোজনায় মঞ্চস্থ হয় “বসুধৈব কুটুম্বকম”।

এরপর বিকেল ৫:৩০ টা থেকে শুরু হয় ভাষাদিবস উদযাপন। দৃষ্টির সকল সদস্য বৃন্দ ও উপস্থিত দর্শকদের সম্মিলিত সহযোগিতা ও অংশগ্রহণে এদিনের অনুষ্ঠান খুব সুন্দর ভাবে সংগঠিত হয়। বর্তমান থিয়েটার ও সংস্কৃতি চর্চায় দত্তপুকুর দৃষ্টি যে নিরলস প্রচেষ্টা ও উৎসাহের সাথে এগিয়ে চলেছে এই অনুষ্ঠানে আরও একবার সেটি প্রমাণিত হয়।

সমগ্র অনুষ্ঠানটির শেষে “দৃষ্টি” র কর্ণধার মাননীয় শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য্য আগামী ১০ ই মার্চ ২০২৪, বিশ্ব নারী দিবস ও বসন্ত উৎসব উপলক্ষে সকলকে আগাম আমন্ত্রণ জানিয়ে এদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *