আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবরবিনোদনসর্ম্বধনা

নাট্য শাস্ত্র প্রণেতা ভরত মুনিকে স্মরণ পরশ সাংস্কৃতিক সংস্থার

নীরেশ ভৌমিক : ১২ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমায় নাট্যশাস্ত্র প্রণেতা ভরত মুনির জন্মতিথি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে ঠাকুরনগরের পরশ সোশ্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশনের সদস্য’গণ।

ভরত মুনির স্মরণ অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কার ভারতীর জেলা সভাপতি শাশ্বতী নাথ, শিক্ষক সুকদেব বিশ্বাস, সংস্কৃতিপ্রেমী বৈদ্যনাথ দলপতি, প্রাক্তন সৈনিক পরিমল চন্দ্র বিশ্বাস প্রমূখ।

সংস্থার কর্ণধার শাশ্বত বিশ্বাস সকলকে স্বাগত জানান এবং ভরত মুনির প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। একই সাথে সংস্থার সদস্য’গণ উপস্থিত বিশিষ্টজনদের ফুল-মালায় বরণ করে নেন। উপস্থিত সকলের সমবেত কন্ঠের ভাব সঙ্গীতের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয়।

স্বাগত ভাষণে সংস্কার ভারতীর প্রতিনিধি শাশ্বতী দেবী সকলকে অভিনন্দন জানিয়ে দিনটি তাৎপর্য তুলে ধরেন এবং প্রাচীন ভারতের নাটক সহ সংস্কৃতি চর্চায় ভরত মুনির অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ নাট্য শাস্ত্র প্রণেতা ভরত মুনির জীবন এবং সেই সঙ্গে সংগীত, নৃত্য সহ সুস্থ সংস্কৃতির চর্চা ইত্যাদি তুলে ধরে মনোজ্ঞ ভাষণ দেন।

ভরত মুনির জন্মতিথি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে শিশু শিল্পী অরুনাভ বিশ্বাস ও সঞ্চারী কর। নৃত্য পরিবেশন করে ভাগ্যশ্রী বিশ্বাস।

শাশ্বত মাইম একাডেমীর সদস্য’গণ পরিবেশিত মূকাভিনয় সমবেত ছোট-বড় সকলকে মুগ্ধ করে। পরিশেষে সমবেত কন্ঠে শান্তি মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পরশ সংস্থা আয়োজিত ভারত মুনির স্মরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *