পঞ্চমীর পূর্ণ লগ্ন সমৃদ্ধ হল ঐতিহ্যবাহী ‘ফাতনা সাহিত্য পত্রিকার উৎসব সংখ্যা’ প্রকাশে
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : ফাতনা সাহিত্য পত্রিকার উৎসব সংখ্যা প্রকাশ হ’ল পঞ্চমীর পূর্ণ লগ্নে।এবং ফাতনা’র বুক স্টলের উদ্বোধন হয়। ফাতনা’র বুক স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক বাদল কৃষ্ণ সরকার।
উল্লেখ্য, দেশ বিদেশের লেখকের লেখায় সমৃদ্ধ ২০৮ পাতার পত্রিকার মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কবি লালমোহন বিশ্বাস। সম্পাদকের বক্তব্য রাখেন কবি,সাংস্কৃতিক ব্যক্তিত্ব সত্য মোদক, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি শিক্ষাবিদ স্বপন কুমার বালা,কবি প্রবীর হালদার,
গৌতম মন্ডল, গীতিকার শুকলাল বিশ্বাস, কবি নবকুমার বিশ্বাস, লেখক সত্যেন্দ্রনাথ বিশ্বাস,গল্পকার অনুপকুমার বালা,বিশিষ্ট যাত্রা অভিনেতা নিখিল রঞ্জন ঘোষ, বাগদা ব্লক মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটির সম্পাদক অনুপ ঘোষ,
চেয়ারম্যান শচীন বিশ্বাস,কবি শিবাজিত মজুমদার, সংগীত শিক্ষক তাপস মন্ডল, হরশিত বিশ্বাস,অনুভা তামাং, হোসেন মন্ডল, অমূল্য রতন বাড়ৈ,তপন তামাং,রাজীব বোস,অজয় দাস,তন্ময় বালা, হিমাদ্রি সরকার,অমিত পোদ্দার, স্বপন কুমার মন্ডল,তপন বিশ্বাস, শঙ্কর সরকার।
অনুষ্ঠানে কবিতা পাঠ, আবৃত্তি ,নৃত্য, আলোচনা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অংশগ্রহণ করেন প্রণয় দেবনাথ,কুশল দাস, শান্তনু বিশ্বাস,অঞ্চনা ওঝা, সুকান্ত কীর্তনীয়া, ভূপতি টিকাদার,
কৃতাঞ্জলী বিশ্বাস, স্নেহা ঘোষ, অনিন্দিতা পোদ্দার, সুশান্ত হালদার, অশোক কুমার বাড়ৈ,বিকাশ বিশ্বাস,অননেশা বিশ্বাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালক ও সঞ্চালক ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, কবি সত্য মোদক।