জেলার খবরসর্ম্বধনা

পঞ্চ কবি তর্পণ সহ যাত্রা শিল্পী সম্বর্ধনা জ্ঞাপন করলো মুকুলিকা গানের স্কুল

নীরেশ ভৌমিক : ৬ই জুন ২০২৪ বৃহস্পতিবার মুকুলিকার নিজস্ব মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, অতুলপ্রসাদ সেন এবং রজনীকান্ত সেন এই ৫ কবি কে বিশেষ শ্রদ্ধা ও মর্যাদার সাথে স্মরণ করা হয়। সেই সাথে যাত্রা শিল্পী হিসেবে বিশেষ খ্যাতিমান ব্যক্তি শ্রী অঞ্জন ঘোষ রায় মহাশয়কে সম্বর্ধনা জানানো হয়।

প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কার ভারতীর দক্ষিণ বঙ্গ প্রান্ত উত্তর ২৪ পরগনা জেলার সভানেত্রী শ্রীমতি শাশ্বতীনাথ এবং সম্পাদিকা শ্রীমতি সুপ্রীতি সুতার সংগীত পরিবেশন করেন। ছিলেন বিশিষ্ট সাংবাদিক শ্রী নীরেশ ভৌমিক এবং শ্রী পাঁচু গোপাল হাজরা এনারা প্রত্যেকেই অনুষ্ঠানের বিষয় সম্পর্কে আলোচনা করেন,

শ্রী পাঁচু গোপাল হাজরা আলোচনা করতে করতে বেশ কয়েকটি মুগ্ধকর কবিতা বলেন,উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকা সহ গোবরডাঙ্গার বিভিন্ন নাট্য দলের পরিচালক ও সদস্য সদস্যা। মুকুলিকা গানের স্কুলের সংগীত বিভাগের ছাত্রছাত্রীরা কবিদের বিভিন্ন সংগীত ও কবিতা পরিবেশন করেন ছিলেন কৃষ্ণা, সোমা, স্বপ্না,

ইন্দ্রানী ,সুতপা,স্বপ্না দাস, মৌমিতা, সৌমিপর্ণা, আকৃতি, সমাদ্রিতা, চিরশ্রী, শুভশ্রী, রূপসা, শুভম, অভিনব, দেবাংশু ,রাখি, শুভ্রনীল, অদ্রিজা, স্নিগ্ধা, সৃজা, দর্পণ, সংগীত পরিবেশন করেন আকন মজুমদার, কবিতা পাঠ করেন শ্রীমতি জবা কুন্ডু, এছাড়াও নৃত্য পরিবেশন করেন মেদিয়া আঙ্গিকের ছাত্র-ছাত্রীরা ও কর্ণধার শ্রী চিন্ময় পাল।

চাঁদপাড়া অ্যাক্টর শ্রী সুভাষ চক্রবর্তী অনুষ্ঠানে প্রাসঙ্গিক অপূর্ব সুন্দর একটি জাদু প্রদর্শনী করেন তাকে সহযোগিতা করেছেন প্রীতম মজুমদার সবশেষে পরিবেশিত হয় অনিমা দাস এর পরিচালনায় মুকুলিকার প্রযোজনা শিশু নাটক অথ দাঁড় পাল কথা অভিনয় করেছেন সুপর্ণা, প্রতিমা, তৃষা ,শৌর্য, অংশুমান, অঙ্কুশ, সুহৃদ, রিশব।

অনুষ্ঠানে সঙ্গত করেন শ্রী বিজয় দাস এবং শ্রী সুভাষ চক্রবর্তী, আকন , সঞ্চালনায় ছিলেন চয়ন দাস, বিশেষ সহযোগিতায় সৌভিক সরকার, তৃষা নট্য, সৌর্য দাস সলিল দত্ত, এবং পথ। সংগঠনের সভাপতি আস্তিক মজুমদার বলেন ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করাই সংস্কৃতিপ্রেমী সংগঠন হিসেবে তাদের কর্তব্য, আমাদের দেশের মনীষীদের উজ্জ্বল কৃতিত্ব কে

আগামী প্রজন্মদের কাছে পৌঁছে দিতে এবং আমাদের প্রাচীন ঐতিহ্য যাত্রা শিল্পকে বিশেষ সম্মান জানাতে এমন ধরনের উদ্যোগ। সমগ্র অনুষ্ঠানের পরিচালনায় এবং পরিকল্পনায় ছিলেন সংগঠনের সম্পাদিকা শ্রীমতি অনিমা দাস।প্রচুর দর্শক সমাগমে সব মিলিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠানটি পরিবেশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *