গ্রামের খবর

পথ দূর্ঘটনায় গুরুতর আহত বিশিষ্ট সমাজকর্মী সুজিত বিশ্বাস

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার : সিন্দ্রানী, পথ দূর্ঘটনায় গুরুতর আহত হলেন বিশিষ্ট সমাজকর্মী সুজিত বিশ্বাস। জানা গেছে গত ১৫ ই সেপ্টেম্বর রাতে সময় আনুমানিক রাত ১০.৩০ নাগাদ সিন্দ্রানী ফিশারী অফিসের সামনে একটি অটোরিকশা গাড়ির সাথে দুর্ঘটনার কবলে পড়ে সমাজকর্মী সুজিত বিশ্বাসের গাড়ি। ঘটনা স্থলেই শ্রী বিশ্বাস আনুমানিক ৪৫ মিনিট অজ্ঞান হয়ে যান। পরবর্তী সময়ে নাটাবেড়িয়া আউটপোস্টের দায়িত্ব প্রাপ্ত অফিসার তারক বাবু যত্ন সহকারে দত্তপুলিয়া হাসপাতালে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসার ব্যাবস্থা করেন।

কিন্তু তৎক্ষনাৎ উক্ত হাসপাতাল থেকে রেফার করলে পরদিন বনগাঁ জীবন রতনধর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে ভর্তি থাকাকালীন অনেকেই শ্রী বিশ্বাস মহাশয়কে দেখতে গিয়েছেন তারমধ্য অন্যতম বনগ্রাম কোর্টের সিনিয়র আইনজীবী শ্রী দীপাঞ্জয় দত্ত, মাদকদ্রব্য বিরোধী সমাজকর্মী শ্রী পপ আচার্য্য, বাগদা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দপ্তরের কর্মাধক্ষ্য মাননীয় শ্রী অরুপ পাল মহাশয়, দত্তপুলিয়া শ্রীমা যুব দলের সম্পাদক মাননীয় শ্রী সুকান্ত বিশ্বাস, বাজিতপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মাননীয় শ্রী কংকন হালদার,

পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস নমশূদ্র উদ্বাস্তু সেলের সম্পাদক মাননীয় শ্রী ভোলানাথ বিশ্বাস, তৃণমূল কংগ্রেস নমশূদ্র উদ্বাস্তু সেলের নদীয়া সাংগঠনিক জেলার চেয়ারম্যান মাননীয় শ্রী শ্যামল মন্ডল মহাশয়। ভর্তির প্রথম দিনেই আইনজীবী শ্রী দিপাঞ্জয় দত্ত রাতের খাবারের ব্যাবস্থা করেন। হাসপাতালের ডাক্তার বাবুদের নির্দেশ মোতাবেক ব্রেনের সিটি স্ক্যান এবং পায়ের এক্স-রে করা পর জানা যায় শ্রী বিশ্বাসের বা পা ভেঙে গিয়েছে এবং ব্রেনে রক্তের স্লট জমেছে, চোখে ঝাপসা এবং ডবল ডবল দেখছে। শ্রী বিশ্বাসের পায়ের চিকিৎসা করেন বিশিষ্ট অর্থপেডিক সার্জন ডক্টর বিপ্লব কুমার ঘোষ। মেডিকেল রিপোর্টের গুরুত্ব বুঝে এবং ব্রেনের পরিস্থিতি ঝুকিপূর্ণ থাকায় শ্রী বিশ্বাস মহাশয় কে কোলকাতা অ্যাপোলো মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে ডক্টর বিনোদ কুমার সিঙ্ঘানিয়া তত্তাবধানে শারীরিক চিকিৎসা শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *