পদাতিক মঞ্চে “শিশু মিলন মেলার” আয়োজন করলো মছলন্দপুর ইমন মাইম সেন্টার
নীরেশ ভৌমিক : মছলন্দপুর ইমন মাইম সেন্টার-এর আয়োজনে পদাতিক মঞ্চে গত ১৯শে নভেম্বর হয়ে গেল “শিশু মিলন মেলা”। গত ১৪ই নভেম্বর ছিল শিশু দিবস।
মূলত এই উপলক্ষেই ১৯ নভেম্বর রবিবার নিয়মিত কর্মশালায় অংশগ্রহণকারী এবং সেই সঙ্গে গোবরডাঙ্গা নবিক নাট্যম এর শিশু শিল্পীরা এবং স্থানীয় শিশুরা মিলে উদযাপিত হল এই “শিশু মিলন মেলা”।
এদিন সারাদিন শিশুরা নাটকের বিভিন্ন খেলা, নাচ, গান, আবৃত্তি ও অভিনয়ের মাধ্যমে দিনটি প্রবল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালন করে।
দুপুরে ছিল পদাতিক মঞ্চ প্রাঙ্গণে সকলে মিলে খাওয়া দাওয়ার আয়োজন। এদিন ছোটদের সঙ্গে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব জীবন অধিকারী, সাংবাদিক নীরেশ ভৌমিক, ইমনের কর্ণধার ধীরাজ হাওলাদার
এবং ইন্দ্রজিৎ দত্ত বনিক, সৃজা হাওলাদার, সায়ন প্রামাণিক, জয়ন্ত সাহা সহ অনেক ইমনের বন্ধুরা। সব মিলিয়ে শুধুমাত্র শিশুদের জন্য শিশুদের নিয়ে একটি দিন সুন্দরভাবে পালন করল মছলন্দপুর ইমন মাইম সেন্টার।