পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন চাঁদপাড়ায়
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : চাঁদপাড়া, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল চাঁদপাড়া বালিকা বিদ্যালয়ে।
এদিন সকালে বিদ্যালয়ের আনন্দধারা মঞ্চে সংগঠনের সদস্যাগণের সমবেত কন্ঠে উদ্বোধনী সংগীত ও সম্মেলনের উদ্বোধক তথা গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ও প্রাচীন দলনেতা গোবিন্দ দাস মঙ্গলদীপ প্রজ্জ্বলন করে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান দলনেতা শ্যামল রায়, শিক্ষক সংগঠনের জেলা কমিটির সভাপতি দেবজ্যোতি ঘোষ, শিক্ষক নেতা সমীর কুণ্ডু, নারায়ন চন্দ্র ঘোষ, আশিস মণ্ডল প্রমুখ।
সংগঠনের গাইঘাটা পূর্ব চক্রের সভাপতি সংগঠনের সদস্যগণ উপস্থিত সকল বিশিষ্টজনদের পুষ্পস্তবক, ব্যাজ ও উত্তরীয় প্রদানে বরন করে নেন। বিশিষ্টজনেরা তাঁদের বক্তব্যে জাতির মেরুদণ্ড ও শ্রেষ্ঠ সমাজ সেবি শিক্ষক – শিক্ষিকাদের দায়িত্ব ও কর্তব্য পালনে সদা জাগ্রত থাকার আহ্বান জানান।
সংগঠনের সভাপতি দেবজ্যোতি বাবু শিক্ষক শিক্ষিকাগণের নিয়োগ, ট্রান্সফার এবং সেই সঙ্গে বকেয়া ডি.এ পাবার ব্যাপারে সকলকে আশ্বস্ত করেন। উদ্যোক্তারা এদিন চক্রের বিভিন্ন স্কুলে নতুন যোগদান -কারী শিক্ষক – শিক্ষিকাজনকে বরণ করে নেন।
সংগঠনের উদ্যোগে বিগত বছরের মত এবারও স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন বনগাঁ জে আর ধর মহকুমা হাসপাতালের চিকিৎসক ডাঃ জি. পোদ্দারের নেতৃত্বে স্বাস্থ্যকর্মীগণ বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষক সংগঠনের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।
এই রক্তদান শিবিরে ৫৫ জন শিক্ষক – শিক্ষিকা স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানা গেছে। উল্লেখ্য, সম্মেলনকে ঘিরে উপস্থিত সকল শিক্ষক – শিক্ষিকাগণের মধ্যে বেশ উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়।