পশ্চিমবঙ্গ সরকারের অধীন পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সহায়তায় ‘ইমন নাট্যমেলা’ অনুষ্ঠিত হল মছলন্দপুরে
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, গত ১৮জুন মছলন্দপুর ইমন মাইম সেন্টারের আয়োজনে তাদের নিজস্ব উদ্যোগে নির্মিত পদাতিক মঞ্চে অনুষ্ঠিত হল “ইমন নাট্যমেলা”।
পশ্চিমবঙ্গ সরকারের অধীন পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সহায়তায় আয়োজিত এই নাট্যমেলায় মঞ্চস্থ হল নৃত্য, নাটক ও মূকাভিনয়। এদিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন করে নাট্যমেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সদস্য আশিস চট্টোপাধ্যায়।
তিনি এই ইমনের এই অনুষ্ঠান ও নাট্য আকাদেমির ভূমিকার ভুয়সী প্রশংসা করেন। এছাড়াও উদ্বোধনে উপস্থিত ছিলেন নাট্য পরিচালক জীবন অধিকারী, নাট্য পরিচালক নারায়ণ বিশ্বাস, সাংবাদিক নিরেশ ভৌমিক, বিশিষ্ট অভিনেতা প্রদীপ কুমার সাহা, ইমনের সভাপতি দোলা রায় হাওলাদার, সম্পাদক ধীরাজ হাওলাদার প্রমুখ বিশিষ্টরা।
এই অনুষ্ঠানে অভিনেতা প্রদীপ কুমার সাহা-কে “ইমন সম্মান” প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রথমেই ছিল ইমনের বন্ধুদের উদ্বোধনী নৃত্য। এরপর মঞ্চস্থ হয় ইমন মাইম সেন্টারের শিশু-কিশোর বিভাগের জয়ন্ত সাহা নির্দেশিত নাটক “একটি ক্ষুদ্র বন্য গপ্পো”।
এরপর ছিল গোবরডাঙ্গা নাবিক নাট্যম এর জীবন অধিকারী নির্দেশিত ছোটদের নাটক “তিনুর কিসসা”। অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে ছিল মিনাক্ষী পাঠক-এর নির্দেশনায় “মল্লার” এর নৃত্য। তারপর ইমনের বন্ধু বিষ্ণু রায়ের নির্দেশনা ও অভিনয়ে এবং সহ মূকাভিনেতা সায়ন প্রামাণিক এর অভিনয় সমৃদ্ধ মূকাভিনয় “দন্ত চিকিৎসক”।
এরপর ছিল অরূপ দাঁ নির্দেশিত গোবরডাঙ্গা নাট্যায়ন এর নাটক “রাস্তা”। এদিনের মঞ্চস্থ হওয়া সর্বশেষ ছিল ইমন মাইম সেন্টারের নবতম প্রযোজনা জীবন অধিকারী নির্দেশিত ধীরাজ হাওলাদারের তত্ত্বাবধানে নাটক “যুযুধান”।
আগত দর্শকেরা জীবনবাবু, অনুপ মল্লিক ও জয়ন্ত সাহার সাবলীল অভিনয়ের প্রশংসা করেন। সমগ্র অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মত। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সহায়তায় মছলন্দপুর ইমন মাইম সেন্টারের “ইমন নাট্যমেলা” একটি সফল আয়োজন হয়ে উঠেছে।