পারফেক্ট টাইম সাহিত্য ও সংস্কৃতি

কবিতা নং ১। *বিদায়*
কবি সাধন কুমার বন্দ্যোপাধ্যায়ের
ফুলের সম্মান যাঁর জন্য রেখে যাও তিনি আসলে নদী, আমার ভাবনার সীমায় ছন্দ তিনিপাণ্ডুলিপির অবাধ প্রবেশে সূর্য শাঁখ জীবনের অনেক অভিজ্ঞতাজমা হয় যেখানে -সেখানে বাঁক নেয় নদীতার পলিতে থাকে সখা- সখী এবং বেশ কয়েকটা হাঁসওই হাঁসেদেরই মনে হয় আমার পূর্বজন্মের সখা – সখীওদের ভেসে থাকা অস্তিত্বেই আমার এবার চলে যাওয়া…
কবিতা নং ২। *চলে যাওয়ার আগে*
কবি সাধন কুমার বন্দ্যোপাধ্যায়ের
আমার বুকের উপর রয়ে গেছেআমার পুরনো বাড়িআমার জন্মস্থান – কোচবিহারে নয়,আমার পূর্বপুরুষের মাঝের গ্রামেও নয়, এ বাড়ি আসলে আছে বসন্তের কোণে…ওখান থেকে দৈবাৎ চিঠি আসতো, এখন আসে বৃষ্টির পরীআঙুল দিয়ে আমি আমার এ জন্ম ও জন্মের তর্জনীর কাছে পাঠিয়ে দিইরোদ বৃষ্টি তো অনেক হলোএবার ঝড় আসছেওই ঝড়ের সঙ্গেই চলে যাবোআমিআমার এ জন্মের বাড়ি চেয়ে চেয়ে দেখবে -বৃষ্টির আনন্দ নিয়ে আমার চলে যাওয়া————————

কবি পরিচিত : কবির জন্ম কোচবিহারে। বড়ো হয়ে ওঠা মাঝের গ্রামে, পরে রানাঘাটে। বাড়িতে কাব্য, সাহিত্য, সংগীত এবং শাস্ত্র চর্চার পরিবেশ ছিল। সেই পরিবেশেই কবির বড়ো হয়ে ওঠা। উচ্চশিক্ষা পুরোটাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে। পেশাগত জীবনে কবি ছিলেন একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। নেশা – কবিতা লেখা, গান শোনা এবং সাংবাদিকতা। প্রতিষ্ঠাতা সম্পাদক – আমরা পদাতিক।












