পুজোর আগে পুলিশের জন্য একের পর এক বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্য এবং কলকাতা পুলিশ আধিকারিক এবং কর্মীদের জন্য বড় ঘোষণা দিয়ে সাড়া ফেলে দিলেন। পূজোর আগে অর্থাৎ বুধবার মুখ্যমন্ত্রী রাজ্য এবং কলকাতা পুলিশ আধিকারিকদেরকে দুর্গাপুজোর মিছিলে আহ্বান জানান। সেই সাথে পুলিশের জন্য একের পর এক বড় ঘোষণা করলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তাঁর ঘোষনা পত্রে এবার রয়েছে, ১। পুলিশ কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে বয়স ২৭ বছর থেকে বেড়ে হল ৩০ বছর। ২। কর্তব্যরত অবস্থায় কোন পুলিশের মৃত্যু হলে তার পরিবারের শারীরিক সক্ষম কেউ পুলিশে চাকরির সুযোগ পাবে সেই ব্যাক্তি বয়সের ক্ষেত্রেও ছাড় পাবে। ৩। পুলিশ কনস্টেবলে পদোন্নতির ক্ষেত্রে বয়সেও ছাড় পাবে ভিলেজ পুলিশ, হোমগার্ড, সিভিল ডিফেন্স ও সিভিক ভলান্টিয়ার্সরা। সে ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২৭-এর স্থলে হল ৩৫ বছর। ৪। কলকাতা পুলিশের চুক্তিভিত্তিক গাড়ি চালকরা এবার ১১, ৫০০ টাকার স্থলে পাবে ১৩, ৫০০ টাকা। ৫। রাজ্য পুলিশের গাড়ি চুক্তিভিত্তিক চালকরা এবার ১৩, ৫০০ টাকার স্থলে পাবে ১৫,০০০ টাকা। ৬। চুক্তি ভিত্তিক চালকরা স্থায়ী চাকরির পরীক্ষায় বসার সুযোগ পাবে।
৭। কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের ওয়ারলেস অপারেটরা বহুদিন পদোন্নতি না পেলেও এবার তাঁরা সেই সুযোগ পাবে। ৮। কনস্টেবল থেকে এএসআই, এএসআই থেকে এস আই পদে পদোন্নতির সুযোগ পাবে। ৯। মাউন্ট পুলিশের সহিসদেরও পদোন্নতি হবে। ১০। কলকাতা পুলিশের এসিপি ও ডিসিপিরা পোশাক ভাতা হিসেবে বছরে ১৫ হাজার টাকা পাবেন। ১১। পুলিশের এস আই এ এস আই এবং কনস্টেবলরা এতদিন পোশাকের কিট পেতেন। পরের আর্থিক বছর থেকে পোশাক ভাতা পাবেন। ইন্সপেক্টররা পাবেন ১০,০০০ টাকা, সাব ইন্সপেক্টররা পাবেন ৭,৫০০ টাকা, অ্যাসিট্যান্ট সাব ইন্সপেক্টররা পাবেন ৬,০০০ টাকা, কনস্টেবলরা পাবেন ৫,০০০ টাকা। ১২। চলতি বছরে কিট পেয়েছেন তাই পোশাক রক্ষণাবেক্ষণের দরুন ইন্সপেক্টররা পাবেন ৪,৫০০ টাকা, সাব ইন্সপেক্টররা পাবেন ৪,০০০টাকা, অ্যাসিট্যান্ট সাব ইন্সপেক্টর ও কনস্টেবলরা পাবেন ৩,০০০ টাকা করে। ১৩। সিভিক ভলান্টিয়ার্স. ভিলেজ পুলিশ, হোমগার্ড, সিভিল ডিফেন্স থেকে পুলিশ কনস্টেবলে চাকরি ক্ষেত্রে বয়স ৩০ বছর এবং পদোন্নতির ক্ষেত্রেও থাকছে বয়সে ছাড়।