আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবরপ্রতিভার সন্ধানেবিনোদন

প্রযোজনা ভিত্তিক শিশু নাট্য কর্মশালা অনুষ্ঠিত হল দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে

নীরেশ ভৌমিক : সম্প্রতি দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে “দৃষ্টি” র নিজস্ব শিল্প চর্চা কেন্দ্র “শিল্পশালা”য় অনুষ্ঠিত হয়ে গেল একটি প্রযোজনা ভিত্তিক শিশু নাট্য কর্মশালা,২৩শে জানুয়ারী থেকে ২৬ শে জানুয়ারী প্রত্যেক দিন বিকেল ৩টে থেকে ৫ টা পর্যন্ত এই কর্মশালাটি চলে।

এধরণের নাট্য কর্মশালার আয়োজন দত্তপুকুর “দৃষ্টি” বরাবরই করে আসছে এবং সকলেই এই সংস্কৃতিমূলক কাজকে সাধুবাদ জানিয়েছেন।এবারের এই শিশু নাট্য কর্মশালায় স্থানীয় প্রায় ১৫ জন শিশু অংশগ্রহণ করে।

উক্ত কর্মশালার তত্ত্বাবধানে ছিল অভীক মজুমদার, জয় বিশ্বাস, তিয়াস মিরবহর, চন্দ্রদ্বীপ দাস, ঐশী ভট্টাচার্য্য,সর্বশ্রী বিশ্বাস যারা প্রত্যেকেই “দৃষ্টি”র কনিষ্ঠ সদস্য।

কর্মশালার শেষ দিন অর্থাৎ ২৬ শে জানুয়ারী রবিবার অংশগ্রহণকারী শিশুদের নিয়ে একটি কর্মশালা ভিত্তিক প্রযোজনা মঞ্চস্থ হয় এবং অনুষ্ঠানের শেষে কর্মশালায় অংশগ্রহণকারী সকলের হাতে “দৃষ্টি” র পক্ষ থেকে শংসাপত্র তুলে দেওয়া হয়।

এদিন প্রত্যেক শিশুর অভিভাবকেরা “দৃষ্টি” র এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। অনুষ্ঠানের শেষে সংস্থার কর্ণধার মাননীয় শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য্য আগামী কর্মশালার দিন ঘোষণা করেন এবং তাঁর সংক্ষিপ্ত বক্তব্যর মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *