ফ্রি স্বাস্থ্য শিবিরেও বাগদা হাসপাতালের বি এম ও এইস ডাঃ প্রনব মল্লিক
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার তারক বিশ্বাসের রিপোর্ট : কোলা, গত ১২ই মার্চ রবিবার সকাল ৯ টা থেকে এক শিবিরের আয়োজন করে বাগদা হরি গুরুচাঁদ ভক্ত সেবা সঙ্গ। পাঁচ পাঁচজন অভিজ্ঞ ডাক্তারবাবু রোগী দেখেন এই স্বাস্থ্য শিবিরের।
একেক জন ডাক্তারবাবু রোগী দেখেন প্রায় ৬০ জন করে, উপস্থিত ছিলেন বাগদা হাসপাতালের বি এম ও এইস ডাঃ প্রনব মল্লিক। ১৯৯৬ সালে হেলেঞ্চাতে অবস্থিত বাগদা হরিচাঁদ গুরুচাঁদ ভক্ত সেবা সংঘের প্রতিষ্ঠাতা মৃনাল কান্তি বিশ্বাস বলেন, ধর্ম বড় না, সব থেকে বড় ধর্ম হল
মানুষের সেবা করা, মানুষকে ভালোবাসা, মানুষের পাশে থাকা, মানুষকে সঙ্গে নিয়ে চলা। সে কারনেই তিনি আয়োজন করেন এই ফ্রি স্বাস্থ্য শিবিরের। এছাড়াও তিনি গুরুচাঁদ ঠাকুরের উদ্ধৃতি দিয়ে বলেন, ভিক্ষা করে হলেও ছেলেমেয়েদের শিক্ষা দানের ব্যাবস্থা করতে।