বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল গাইঘাটা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গাইঘাটা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে সোমবার বিদ্যালয়ের মাঠে দৌড় প্রতিযোগিতা-সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা।

এদিন জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত, ড্রাম বাজিয়ে মাঠ প্রদক্ষিণ, মশাল দৌড়, বেলুন ওড়ানো ইত্যাদির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বিদ্যালয় সূত্রে প্রকাশ, প্রায় ৪০০ প্রতিযোগী ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

এদিন জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ক্রীড়াবিদ তথা ‘অ্যাথলেটিক কোচেস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল’-এর কনভেনর ইসমাইল সরদারকে বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয়। ক্রীড়াবিদ ইসমাইল সরদার তাঁর বক্তব্যে বলেন, ‘দেশে মানুষে মানুষে বিভাজনের চেষ্টা হচ্ছে। খেলাধুলোর প্রসারের মধ্য দিয়ে বিভাজনের বেড়াকে ভেঙে ফেলা সম্ভব।

ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলো এবং শরীর চর্চায় মনোযোগ দিতে হবে। সূর্যের আলো যেমন জাতি-ধর্ম নির্বিশেষে সকলের জন্য আলো দেয়, তেমনিভাবে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে বিভাজনের প্রাচীর ভেঙে দেশের সম্মান এবং গৌরবকে বিশ্বশিখরে তুলে ধরতে হবে।’

এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা সম্পাদক অলোক সরকার, সভাপতি তাপস সাহা, ক্রীড়া শিক্ষক গৌতম দাস, রামকৃষ্ণ মজুমদার এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।










