জেলার খবর

বাকসা মাদ্রাসা আশরাফুল উলুম প্রাঙ্গনে অনুষ্ঠিত হল ‘সদ্ভাবনা ও সম্প্রীতি শীর্ষক সভা’ সহ রক্তদান শিবির এবং কৃতী ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : আজ বাকসা মাদ্রাসা আশরাফুল উলুম প্রাঙ্গনে অনুষ্ঠিত হল ‘সদ্ভাবনা ও সম্প্রীতি শীর্ষক সভা সহ স্বেচ্ছায় রক্তদান শিবির এবং কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। এই রক্তদান শিবিরে বিভিন্ন ধর্মের ৬০ জন স্বহৃদয় ব্যাক্তি স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানা গেছে।

অনুষ্ঠানে এলাকার অসংখ্য কৃতি ছাত্র ছাত্রী ও ক্রীড়াবীদকে সম্বর্ধিত করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা জমিয়তে ওলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মওলানা সিদ্দিকুল্লা চৌধুরী।

এ ছাড়াও বিশিষ্ঠ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, কলকাতা বেলুড় রামকৃষ্ণ মঠের মহারাজ স্বামী পরমানন্দজী, কলকাতা হাই কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট, কলকাতার একজন বিশিষ্ঠ কলামিষ্ট, মতুয়া উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মমতা বালা ঠাকুর, সমাজসেবী ডাঃ অলোক দাস, প্রাক্তন বিধায়ক দুলাল বর, সমাজ সেবক সেলিম মন্ডল,

শিক্ষাবিদ আমজাদ আলি সরদার, জেলা পরিষদের সদস্যা অর্চ্চনা বোস, পঞ্চায়েত সমিতির সহঃসভাপতি তরুন ঘোষ, কর্মাধক্ষ্য অরুপ পাল, শুক্লা মন্ডল, প্রতিমা রায়, ইব্রাহিম মন্ডল, আনারুল দফাদার, সাহাজুল মন্ডল, মাধুরী সরকার, প্রধান অঞ্জলি রায়, রামেশ্বর বৈরাগী, পঞ্চায়েত সদস্য দুলাল পাল, সাইফুদ্দিন মন্ডল, জাকির হোসেন, সাংবাদিক উত্তম কুমার সাহা, মদন উকিল, প্রবীর কীর্ত্তনীয়া প্রমূখ।

  সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সমাজ সেবক অমূল্য হালদার, বাকসা মাদ্রাসা আশরাফুল উলুমের শিক্ষক তথা জমিয়তে ওলামায়ে হিন্দের রাজ্য সম্পাদক মওলানা  মুফতি আব্দুস সালাম মন্ডল, মওলানা মোশারফ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *