বাগদাতে নাবার্ডের উদ্যোগে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : প্রতি বছরের মত আজ ২১শে মার্চ বাগদার জগন্নাথ লজে পালিত হল আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠান। পালন করলো নাবার্ডের সৌজন্যে গোবরডাঙ্গা সেবা ফার্মার্স সমিতি ও কুড়ুলিয়ার সম্পুর্ণ মহিলা পরিচালিত সমিতি।

উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবর্গের মধ্যে নাবার্ডের ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার লক্ষণ চন্দ্র সরকার, জেলা পরিষদের সদস্যা কবরী দত্ত, বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মন্ডল, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য পরিতোষ কুমার সাহা, কৃষি কর্মাধক্ষ্য গৌতম মন্ডল,

বয়রার পঞ্চায়েত প্রধান সুষমা মন্ডল, আষাঢ়ুর পঞ্চায়েত প্রধান সুমনা মন্ডল, হেলেঞ্চার পঞ্চায়েত প্রধান রূপা হালদার প্রমূখ। অনুষ্ঠান মঞ্চে আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া উত্তরীয় ও মোমেন্ট দিয়ে বরন করে নেওয়া হয়। বাকী সবাই কে গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

নারী দিবস উদযাপন উপলক্ষ্যে বক্তব্য রাখেন, নাবার্ডের জেলা কর্তা লক্ষণ বাবু, পঞ্চায়েত সমিতির সুদেবী মণ্ডল, পরিতোষ সাহা, গৌতম মন্ডল প্রমূখ। আন্তর্জাতিক নারী দিবসের এই অনুষ্ঠানে বাসুদেব বিশ্বাস সহ এলাকার শতাধিক নাবার্ডের মহিলা সদস্যা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।








