বনগাঁ মহকুমার সর্বত্রই যথাযোগ্য মর্য্যাদায় ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন-(সংবাদ ছবিতেই)

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক :- স্বাধীনতার মহোৎসবে বনগাঁ মহকুমা “ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা”— সেই আবেগের সুরে ভেসে উঠল গোটা বনগাঁ মহকুমা। সাড়ম্বরে পালিত হল ৭৯তম স্বাধীনতা দিবস।তেরঙ্গার পতাকা উড়ল, শহীদদের প্রতি জানানো হল শ্রদ্ধা, আর দেশপ্রেমের আবহে মুখরিত হল জনপদ। অভিনন্দন ও শুভেচ্ছায় ভরে উঠল দিনটি— স্বাধীনতার আনন্দ ভাগ করে নিলেন সকলেই।
(“সংবাদ ছবিতেই”)
































