বাগদার মোস্তফাপুর নোমান্সল্যান্ডে ভারতীয় ভাইয়ের মৃতদেহ বাংলাদেশী বোনকে দেখার ব্যাবস্থা করে সৌহার্দ্যের নজির গড়লো বিএসএফ

বাগদার মোস্তফাপুরে মৃত্যু হয়েছে ভারতীয় ভাইয়ের। ঠিক যখন সংখ্যালঘু তথা হিন্দু নির্যাতনে রীতিমত অশান্ত বাংলাদেশ। দু’দেশের মধ্যে বন্ধ রয়েছে নুতন করে ভিষা দেওয়ার কাজ। মৃত ব্যক্তির বাংলাদেশী বোন ও আত্মীয়স্বজনদের ইচ্ছে শেষবারের মতো ভাইয়ের মরামুখ দেখার। এমতাবস্থায় দু’দেশের আত্মীয়স্বজনদের ইচ্ছের মর্য্যাদা দিয়ে একে বারে বর্ডারের নোমান্স-ল্যান্ডে ভাই বা আত্মীয়ের মরদেহ দেখার ব্যাবস্থা করে এক সৌহার্দ্যের নজির গড়লো বিএসএফ।

বাংলাদেশী বোনের আশা পুরোন হওয়াই বাড়ি ফেরার পথে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে বিনম্র কৃতজ্ঞতা জানান বোন সহ বাংলাদেশী আত্মীয়রা। জানা গেছে বাগদা ব্লকের সীমান্ত লাগোয়া গাঙ্গুলিয়া গ্রামে বসবাস করতেন মৃত আব্দুল খালিদ মণ্ডল। ভাইয়ের মৃত্যুর খবর ওপার বাংলায় পৌঁছাতেই সীমান্তে বোনের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। তখন দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর ইচ্ছেই ভারতের নাগরিক মৃত আব্দুল খালিদ মণ্ডলের বাংলাদেশী বোনের ইচ্ছে পুরোন হল।







