জেলার খবর

বাগদা ‘অজিত দত্ত স্মৃতি লজে’ অনুষ্ঠিত হল বাগদা ব্লক এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের বার্ষিক সন্মেলন

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : আজ বাগদা পুরাতন বাজার ‘অজিত দত্ত স্মৃতি লজে’ বেশ সাড়ম্বারেই বাগদা ব্লক এক্স সার্ভিস ম্যান অ্যাসোসিয়েশন এক বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

উক্ত সন্মেলনে বিশিষ্ট ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য পরিতোষ কুমার সাহা, উক্ত সংগঠনের সভাপতি হরসিৎ বাগচী, সহঃ সভাপতি শ্যামল মজুমদার, লাবন্য প্রকাশ বিশ্বাস, উজ্জ্বল পাল, শিক্ষক সনীল হালদার প্রমূখ।

দেশাত্ব বোধক সঙ্গীত সহ বিভিন্ন প্রকার উচ্চ মার্গের সঙ্গীত, আলোচনা, চা চক্র ও মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটিতে বিশিষ্ট ব্যাক্তি বর্গের সাথে বাগদা ব্লক এক্স সার্ভিস ম্যান সমীর কুমার নাথ, অলোক সাহা প্রমূখ সহ সকল এক্স সার্ভিস ম্যানদের

পরিবারের সদস্য সদস্যাদের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহনে বাগদা পুরাতন বাজার ‘অজিত দত্ত স্মৃতি লজে’ অনুষ্ঠিত ব্লক এক্স সার্ভিস ম্যান অ্যাসোসিয়েশনের ৭ম বর্ষীয় সন্মেলন এক মিলন মেলায় পরিনত হয়। উল্লেখ্য, সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দ্বায়িত্বে ছিলেন, পিন্টু বৈরাগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *