বাগদা নতুন বাজারের বার্ষিক মহা নামযজ্ঞনুষ্ঠানের শুভ সূচনা

পারফেক্ট টাইম রিপোর্টার গৌরব কর্মকারের সাথে ক্যামেরায় ইয়াদ আলী মন্ডল : বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মঙ্গল ঘট স্থাপনের মাধ্যমে বাগদা নতুন বাজারের বার্ষিক মহা নামযজ্ঞনুষ্ঠানের শুভ সূচনা হল গত রবিবার সকালে।

নাচ গান তাসা ব্যান্ডপার্টি আর লাউডস্পিকারে জমমাট রোড শোর মধ্য দিয়ে অসংখ্য মানুষের অংশগ্রহণে সমৃদ্ধ হয় নতুন বাজারে বার্ষিক মহা নামযজ্ঞনুষ্ঠানটি।







