বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা গাইঘাটার মন্ডলপাড়া হাইস্কুলে
নীরেশ ভৌমিক : শিশু ও নারী সুরক্ষা এবং সেইসঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা চলছে গাইঘাটা ব্লকের বিভিন্ন বিদ্যালয়ে। গত ১২ ডিসেম্বর ব্লকের মন্ডলপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যালয়ের উপরের ক্লাসের ছাত্রীদের উপস্থিতিতে বাল্যবিবাহ বন্ধ হবে কেন ?
এই বিষয়ের উপর আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বনগাঁর চড়ুইগাছি লাইট হাউস এর স্বেচ্ছাসেবক (এনজিও) শুভঙ্কর সরকার, ঝুমা চন্দ সাহা, মন্দিরা হাজরা, প্রিয়াঙ্কা দাস, পম্পা মন্ডল, জগদীশ বিশ্বাস। ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ,
মৎস্য কর্মাধ্যক্ষ অঞ্জনা বৈদ্য সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা’গণ। প্রধান শিক্ষক দেবাশিস ঘোষ সকলকে স্বাগত জানান। বিশিষ্ট স্বেচ্ছাসেবক শুভঙ্কর সরকার, ঝুমা চন্দ্র সাহা প্রমূখ বক্তাগণ উপস্থিত স্কুল পড়ুয়াগণের সামনে বাল্যবিবাহ কেন বন্ধ করা প্রয়োজন,
সে বিষয়ে বিস্তারিতভাবে আলোকপাত করেন। কর্মাধ্যক্ষদ্বয় ও গাইঘাটা ব্লকের আইসিডিএস এর প্রতিনিধিগণ বলেন, বাল্যবিবাহ মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশকে প্রতিরোধ করে।
বক্তাগণ বাল্যবিবাহ রোধ করতে মানুষজনকে সচেতন করে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। বিদ্যালয়ের শিক্ষক অভিজিৎ মুখার্জীর সুচারু সঞ্চালনায় এদিনের বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার সার্থক হয়ে ওঠে।