বাসন্তীর রামচন্দ্রখালি সমবায়ে সার বিক্রেতাদের সাথে বৈঠক ইফকোর
নীরেশ ভৌমিক : দেশের সর্ব্ববৃহত সার প্রস্তুতকারী সংস্থা ইন্ডিয়ান ফামার্স ফার্টিলাইজার কোপারেটিড লিঃ (ইফকো) এর উদ্যোগে গত ২৭শে সেপ্টেম্বর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় দক্ষিন ২৪ পরগণা জেলার বাসন্তী ব্লকের রামচন্দ্রখালি সমবায় কৃষি উন্নয়ন সমিতির সভা গৃহে।
সমিতির ব্যবস্থাপণায় আয়োজিত এই সভায় এলেকার ৪০ জন খুচরো সার বিক্রেতা উপস্থিত ছিলেন। সভার ইফকোর জেলা ফিল্ড মানেজার মিঃ রীতেশ ঝাঁ ইফাকোর যুগান্তকারী আবিস্কার ফসলের একান্ত উপযোগী ন্যানো ইউরিয়া ও নানো ডিএপি(তরল) সার এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে খুচরো সার বিক্রেতাদের সামনে তুলে ধরেন।
সেই সঙ্গে ইফকোর তৈরি সাগরিকা, প্রাকৃতিক পটাশ ও বায়েফার্টিলাইজার ইত্যাদি সারের গুনগত মানও ব্যাক্ত করেন। এই সমস্ত সার সহ ন্যানো ইউরিয়াও ন্যানো ডিএপি (তরল) সার জলে গুলে ফসলে স্প্রে করার পদ্ধতিও জানান খুচরো সার বিক্রেতাগনকে।