গ্রামের খবর

বাসন্তী পূজা উপলক্ষ্যে রক্তদান শিবির হল পার কৃষ্ণ চন্দ্র পুরে

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : আজ পার কৃষ্ণ চন্দ্র পুর মধ্য পাড়া, ক্লাসিক সংঘের আয়োজনে বাসন্তী পূজা উপলক্ষ্যে মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হ’ল।

রক্তদান শিবিরের মোট ৫০জন মহান রক্তদাতা রক্তদান করেন। এই বাসন্তী পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বনগাঁ মহাকুমা হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডাঃ গোপল পোদ্দার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সত্য চন্দ্র মোদক, প্রাক্তন শিক্ষক প্রণব কুমার পাল, নারায়ণ সুতার, মিলন ঢালী, ননী সুতার, শুখরঞ্জন চৌধুরী, সমর মিস্ত্রি প্রমুখ।

জানা গেছে, বাসন্তী পূজা উপলক্ষ্যে চার দিনে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এবং আগামী ৩১শে মার্চ বিচিত্রা অনুষ্ঠানে থাকবেন সংগীত শিল্পী অঙ্কুশ চক্রবর্তী, পারমিতা সহ অন্যান্য শিল্পীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *