“বিএসএফের ৬৮ ব্যাটলিয়নের উদ্যোগে হেলেঞ্চা কলেজে অনুষ্ঠিত হল অস্ত্র প্রদর্শনী ও নারীদের নিরাপত্তা” বিষয়ক সেমিনার
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদা ব্লকে কর্মরত বিএসএফের ৬৮ ব্যাটলিয়নের উদ্যোগে হেলেঞ্চা ড. বিআর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হল “বিএসএফদের অস্ত্র প্রদর্শনী ও নারীদের নিরাপত্তা” বিষয়ক একটি সেমিনার।
এই সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএসএফের ৬৮ ব্যাটলিয়নের এসি মিস আমনদীপ কৌর। অনুষ্ঠানটিতে অংশ গ্রহন করে হেলেঞ্চা কলেজের ৫০০ জন ছাত্র-ছাত্রী, ৪০ জন কলেজের ষ্টাফ ও কর্মী সহ ৫৪০ জন, হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের ২০০ জন ছাত্র-ছাত্রী,
৮ জন ষ্টাফ সহ ৫৪০ জন, হেলেঞ্চা উচ্চ বালিকা বিদ্যালয়ের ১৫০ জন ছাত্র-ছাত্রী, ৬ জন ষ্টাফ সহ ১৫৬ জন, বিদ্যাসাগর মডেল হাই স্কুলের ৩০০ ছাত্র-ছাত্রী, ১৫ জন স্টাফ-মিলে ৩১৫ জন, এ ছাড়াও বিএসএফের ষ্টাফ মিলিয়ে মোট ১২৩৩ জন ব্যাক্তি।
উল্লেখ্য, এই উপলক্ষ্যে উক্ত কলেজের অধ্যক্ষ ড. চিত্তরঞ্জন দাস, সহকারী অধ্যক্ষ, ড. রূপলিনা ব্যানার্জী, ৬৮ ব্যাটলিয়নের বিএসএফকে ধন্যবাদ জানান এবং তাদের এহেন ভূমিকার প্রশংসা করেন এবং পড়ুয়াদের কল্যানে এই ধরনের কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার আহ্বান জানান।