গোষ্টিদ্বন্দ ভূলে আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দলের সংখ্যাগরিষ্টতা ধরে রাখার বার্তা দিতে বিজয়া সন্মেলন বনগাঁয়
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : তৃনমুল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি এমএলএ বিশ্বজিৎ দাসের ডাকে বনগাঁ খেলাঘর মাঠে আয়োজিত হল এক বিজয়া সম্মেলন।
দলের মধ্যে গোষ্টিদ্বন্দ ভূলে দলের মুলস্রোতে ফিরে তৃনমুল কংগ্রেসের একই ছাতার নিচে উপস্থিত হয়ে একসঙ্গে মেলবন্ধনে আবদ্ধ হয়ে আগামী দিন গুলোতে সবাই মিলেমিশে দলের একনিষ্ঠ সৈনিকের মত কাজ করার তথা আগামী ত্রিস্তর
পঞ্চায়েত নির্বাচনে দলের সংখ্যাগরিষ্টতা ধরে রেখে বনগাঁ সাংগঠনিক জেলার মাটি যে তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি এটা প্রমানের বার্তা দিতেই এমএলএ বিশ্বজিৎ দাসের এই বিজয়া সম্মেলন বলে জানা গেছে।