রাজনৈতিক দলের খবর।

বিধায়ক কার্যালয়ের শুভ উদ্বোধন হেলেঞ্চায়

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদা বিধানসভার হেলেঞ্চাতে সাড়ম্বরে উদ্বোধন হলো বিধায়ক কার্যালয়ের।এদিন কার্যালয়টির শুভ উদ্বোধন করেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। । উদ্বোধনের পূর্বে ত্রিপল, কাপড় চোপড় সহ অন্যান্য ত্রাণসামগ্রী একটা ছোট লরিতে করে বিধায়ক অফিসের গুদামে হাজির করা হয়। বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, ১১ই এপ্রিল তার জন্ম দিন আর এই দিনটিতেই বাগদার প্রাণকেন্দ্র হেলেঞ্চাতে বিধায়ক অফিসের উদ্বোধন হল।

তার জীবনের এই বিশেষ দিনে উদ্বোধন হওয়া অফিসটির মর্যাদা তিনি রাখবেন। বাগদাকে তিনি উন্নয়নের আলোতে মুড়িয়ে দেবেন বলে অঙ্গীকার করেন। আপদে বিপদে তিনি সর্ব্বদা মানুষের পাশে থাকবেন।

এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়, সহ সভাপতি তরুন ঘোষ, জেলা পরিষদের সদস্যা অর্চ্চনা বোস, দীপ্তি ঘোষ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অরূপ পাল, শম্পা অধিকারী, প্রতিমা রায়,

কনিয়াড়া ১ এর প্রধান রামেশ্বর বৈরাগী, পঞ্চায়েত সদস্যা মাধুরী সরকার, বাগদা পূর্ব ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি ইব্রাহিম মন্ডল, অ্যাডঃ সুব্রত পাল, নীলদর্পণ ব্লকের কালিপদ মন্ডল, ক্রীড়া সেলের সভাপতি বিপ্লব সরকার, রণঘাট সংখ্যালঘু সেলের সভাপতি নাসির বিশ্বাস, ছাত্র নেতা পলাশ বল্লভ, শানু বিশ্বাস, কমল অধিকারী, শংকর অধিকারী, আনারুল দফাদার, সইফুদ্দিন মন্ডল, সাহজাহান মন্ডল প্রমুখ।

বিধায়ক অফিস উদ্বোধন কালে বাগদা ও নীলদর্পণ ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য নেতা কর্মীদের আগমনে সন্তোষ প্রকাশ করেন বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় ও সহঃসভাপতি তরুন ঘোষ সহ অনুষ্ঠানে উপস্থিত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও সদস্য সদস্যরা।

উল্লেখ্য, এই অনুষ্ঠানের আয়োজক ছিল বাগদা পঞ্চায়েত সমিতি। অনুষ্ঠান সঞ্চালনা করেন, পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ অরূপ পাল ও নিউটন বালা। উদ্বোধনী অনুষ্ঠানটি সর্ব্বাঙ্গীন সুন্দর ও ত্রুটিমুক্ত করতে আন্তরিক ভাবে সহযোগিতার হস্ত প্রসারিত করেন, পঞ্চায়েত সমিতির লড়াকু সদস্যা প্রতিমা রায়, ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি ইব্রাহিম মন্ডল, সংখ্যালঘু সেলের নাসির বিশ্বাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *