বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হল রবীন্দ্র নাট্য সংস্থার ১৬তম জাতীয় রং মহোৎসব
নীরেশ ভৌমিক : বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হল রবীন্দ্র নাট্য সংস্থার ১৬তম জাতীয় রং মহোৎসব। গত ২৭ মার্চ ২০২৪ বিশ্ব নাট্য দিবসের সন্ধ্যায় এই উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্যামল দত্ত উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা পৌরসভার পৌর প্রতিনিধি বাসন্তী ভৌমিক।
উপস্থিত অতিথিরা রবীন্দ্র নাট্য সংস্থার ২৯ বছরের কর্মকাণ্ডের প্রশংশা করেন। পরিচালক বিশ্বনাথ ভট্টাচার্য উৎসবের আগে ২৪ মার্চ এক সাংবাদিক সম্মেলনে সংস্থার বর্তমান অর্থনৈতিক সমস্যার কথা তুলে ধরেন।
উদ্বোধনী দিনে রবীন্দ্র নাট্য সংস্থার “হাত গণনা” নাটকটি মঞ্চস্থ হয়, রচনা মৈনাক সেনগুপ্ত। নির্দেশনা বিশ্বনাথ ভট্টাচার্য। দ্বিতীয় নাটক গোবরডাঙ্গা রূপান্তর এর পূর্ণাঙ্গ প্রযোজনা “কণিষ্ক” রচনা সঞ্জয় চট্টোপাধ্যায়, নির্দেশনা অতনু পাল।
দ্বিতীয় দিনের প্রথম নাটক ‘কলকাতা যোগ সূত্র’ তাদের প্রযোজনা “আলোকবর্ষ দূরে” রচনা সৌম্যশংকর বোস, নির্দেশনা সিদ্ধার্থশংকর মিত্র এই দিনের দ্বিতীয় নাটক বিরাটি ‘রব-অরব’ তাঁদের প্রযোজনা “নাট্যাংশ কথা” রচনা গৌতম সেনগুপ্ত, নির্দেশনা অম্লান মৌলিক।
তৃতীয় অর্থাৎ উৎসবের শেষ দিনের প্রথম প্রযোজনা ছিল ‘দমদম ঐচ্ছিক’ তাঁদের মহাশ্বেতা দেবীর গল্পো অবলম্বনে “বান”, রচনা সুদীপ্ত ভূইঁয়া, একক অভিনয়ে স্বাতী চক্রবর্তী।
শেষ দিনের দ্বিতীয় নাটক ‘ক্যান্ডিড দিয়েটার’ তাঁদের প্রযোজনা “চাবি”, রচনা ও নির্দেশনা সুদীপ্ত ভূইঁয়া। উৎসবের প্রত্যেকটি নাটকই সামাজিক দায় বদ্ধতা ও সুস্থ সমাজ গঠনের বার্তা দেয়।
উৎসব স্থলে প্রদর্শনী, নাটকের আড্ডা ও নাট্য আলোচনার ব্যবস্থা ছিল। উৎসবের তিন দিন উৎসব প্রাঙ্গণ ছিল দর্শক মুখরিত কলকাকলিতে পূর্ণ।