বিরাটি সারথির ২৫ তম নাট্যোৎসবে ছাচ ভাঙা গানের ৫০০ তম অভিনয় শিল্পায়ন স্টুডিও থিয়েটারে

নীরেশ ভৌমিক : গোবরডাঙা শিল্পায়ন স্টুডিও থিয়েটার হলে গত ১২ ই এপ্রিল মহাসমারোহে অনুষ্ঠিত হল চাঁদপাড়া অ্যাক্টোর মঞ্চ সফল নাটক ছাচ ভাঙ্গা গানের পাঁচশো তম দর্শন।

বিরাটি সারথি নাট্য সংস্থার ২৫ তম বর্ষে অনুষ্ঠিত সারথি নাট্যোৎসব ২৫ এর আমন্ত্রণে এদিন চাঁদপাড়া অ্যাক্টো নাটকটি মঞ্চস্থ করে।স্বনামধন্য নাট্য পরিচালক সুভাষ চক্রবর্তীর নির্দেশনা অভিনীত ঘন্টাখানেকের নাটকটি সমবেত দর্শক সাধারনের উচ্ছসিত প্রশংসা লাভ করে।

নাটকটির প্রতিটি চরিত্র এদিন তাদের সেরাটা দর্শকদের সামনে উজাড় করে দিয়েছে। দর্শকদের ঘনঘন হাততালিতেই তার প্রমান মেলে। নাটক শেষে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে পরিচালক ও বিশিষ্ট অভিনেতা সুভাষ বাবুকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

এদিনের দ্বিতীয় নাটক বিরাটি সারথী প্রযোজিত মনোজ মিত্র বিরোচিত সকলের ভালোলাগা নাটক ‘পাখি’ মঞ্চস্থ হয়। বিশিষ্ট অভিনেতা ও নাট্যনির্দেশক সান্তনু চক্রবর্তীর পরিচালনায় পরিবেশিত নাটকটি সমবেত দর্শকদের মুগ্ধ করে।

সংস্থার রজত জয়ন্তী বর্ষে অভিনীত এদিনের নাটক দুটি হলভর্তি দর্শক মন্ডলীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি সারথি নাট্যোৎসবকে সার্থক করে তোলে। এদিনের নাট্যোৎসবে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পায়নের

নাট্য দলের কর্ণধার আশিস চট্টোপাধ্যায়, প্রখ্যাত নাট্য পরিচালক নাবিক নাট্যমের পরিচালক জীবন অধিকারী, প্রবীণ সংগীত মিহিরিলাল চক্রবর্তী, প্রধান শিক্ষক মনোতোষ মজুমদার ও শিক্ষিকা জবা কুন্ডু প্রমূখ।









