বিশ্বকর্মা পুজোয় বস্ত্র বিতরণ নানা অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা চাঁদপাড়ায়

নীরেশ ভৌমিক : বিগত বছরগুলির মত এবারও মহাসমারোহে বিশ্বকর্মা পুজো সম্পন্ন করে আইএনটিটিইউসি অনুমোদিত রেল হকার্স ইউনিয়নের চাঁদপাড়া শাখার সদস্যগণ।

গত ১৭ সেপ্টেম্বর চাঁদপাড়া স্টেশনে ১১-৪০ মিনিটের ডাউন বনগাঁ শিয়ালদহ লোকালে ফুল-মালা, কলা গাছ, ঘুড়ি, ইত্যাদি বেঁধে এবং নারকেল ফাটিয়ে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ট্রেন পুজো সম্পন্ন করে রেল হকারগণ।

অন্যতম হকার কিংকর বাবু জানান, এই ট্রেনকে ঘিরেই আমাদের জীবন জীবিকা, তাই প্রতিবছর ট্রেন পুজোর মধ্য দিয়েই আমরা বাবা বিশ্বকর্মার আরাধনা করে থাকি। মধ্যাহ্নে ১ নং প্লাটফর্ম সংলগ্ন ইউনিয়নের কার্যালয় অঙ্গনের সুসজ্জিত মন্ডপে সাড়ম্বরে বিশ্বকর্মা পূজা সম্পন্ন হয়।

পুজো শেষে অপরাহ্ণে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি, সহ-সভাপতি অজয় দত্ত, কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ, তাপসী ঘোষ, চাঁদপাড়ার প্রধান দীপক দাস,

উপপ্রধান বৈশাখী বর বিশ্বাস, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা ইতা লোধ, সমাজকর্মী নরোত্তম বিশ্বাস, শিক্ষক শ্যামল বিশ্বাস উত্তম লোধ, ছিলেন সংগঠনের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি নারায়ণ ঘোষ প্রমুখ।

সংগঠনের গাইঘাটা ব্লকের সভাপতি সমীর হাজরা ও সহঃ সভাপতি জয়দেব বর্ধন আগত সকলকে স্বাগত জানান এবং উত্তরীয় ও পুস্পস্তবকে বরণ করে নেন।

উদ্যোক্তারা বিশিষ্ট নেতৃবৃন্দের হাত দিয়ে এলাকার কয়েকজন দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে শুভেচ্ছা জানান। পরদিন সন্ধ্যায় পুজো মণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত বাউল গানের আসরে বহু ধর্মপ্রাণ ও সঙ্গীতপ্রেমী মানুষজনের সমাগম ঘটে।











