বিশ্ব নাট্য দিবস পালন করলো গোবরডাঙা নাবিক নাট্যম
নীরেশ ভৌমিক : গোবরডাঙা নাবিক নাট্যম গত ২৭শে মার্চ পালন করলো বিশ্ব নাট্য দিবস। দলের সকল সদস্য ,সদস্যা ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে নাবিক নাট্যমএর নিজস্ব মহলা কক্ষে এই বিশেষ দিনটি তারা পালন করলো।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন নিলাদ্রী শেখর কাঞ্জিলাল ও ধীরাজ হাওলাদার। নিলাদ্রী শেখর কাঞ্জিলাল অনুষ্ঠানটির শুভ সূচনা করেন। তার বক্তব্য ও নাটকের গানে সবাই মুগ্ধ হয়। ধীরাজ হাওলাদার এই বিশেষ দিনটির গুরুত্ব নিয়ে অতি সুন্দর বক্তব্য রাখেন।
দলের সকল সদস্য ও সদস্যারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি ভরিয়ে তোলে। শিশু কিশোর কর্মশালা বিভাগের কচিকচারা নাচ, গান, কবিতা ও ছোটো নাটকের পরিবেশন করে।
অনুষ্ঠানের এক আলাদা মাত্রা যোগ করে ইমন মাইম সেন্টারের কুশীলবরা। নাচ, গান, মাইম সব মিলিয়ে সমোগ্র অনুষ্ঠানটি উৎসবের আকার নেয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের নাট্য নির্দেশক জীবন অধিকারি।