আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবরবিনোদনসাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে ‘রুফ টপ ফেস্টিভ্যাল’ বেলঘরিয়া রসরঙ্গ নব নাট্যদলের

নীরেশ ভৌমিক : গত ৮ই মার্চ, বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে একটি রুফ টপ ফেস্টিভ্যাল এর আয়োজন করেছিল বেলঘরিয়া রসরঙ্গ, একটি নব নাট্যদল। এই উৎসব অনুষ্ঠিত হয়েছে বেলঘরিয়া নিমতা অঞ্চলে তাদের নিজস্ব স্পেসে। দলের সম্পাদক সঙ্গীতা সরকার নিজে ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে পড়েছেন এবং নতুন কিছু ভাবনা নিয়ে এই দল গঠন করার জন্য উদ্যোগী হয়েছেন।

দলের সভাপতি শ্রী সুভাষ সরকার এবং বাকি সদস্য সৌমী ঘোষ,অর্পিতা পাল ,সুবোধ সরকার এবং আরো অনেকের মিলিত প্রয়াসে সুন্দর ভাবে একটা সন্ধ্যায় তারা তাদের প্রথম উৎসব সাফল্যমণ্ডিত করেছেন।সেদিনের সন্ধ্যায় সঙ্গীতা সরকার এর একক নাটক what is next! দিয়ে এই উৎসব শুরু হয়।

নারায়ণ সরকার ,সাধনা সরকার, মেরি আচার্য্য ,অয়ন বসু, টুটুল ঘোষ, শুভাশিস বসু দলের শুভারম্ভ করেন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। এরপর সৌমী ঘোষ এবং অর্পিতা পাল এর দুটি স্বল্প পরিসরের একক নাটক ‘সন্ধিক্ষণ’ আর ‘সুয়োরানির সাধ’ অভিনীত হয়,আর ছোট্ট পত্রলেখা কুন্ডুর আবৃত্তি অনুষ্ঠানে ভিন্ন স্বাদ আনে । বলিষ্ঠ অভিনেত্রী মেরি আচার্য্য’র ‘পাণ্ডবানি’ এবং অয়ন বসুর ‘সেতার’ এই অনুষ্ঠানে আলাদা এক পালক যোগ করে।

লুপ্তপ্রায়,একটি নতুন ব্যান্ডের সদস্য অরিন দাস এবং শুভ্রনীল দাস এর গান এর সুরে মুগ্ধ হয় দর্শক, এবং সৌভিক সরকার এর অসাধারণ ড্রাম সোলো দিয়ে উৎসবের সমাপ্তি হয়। শুভ বিশ্বাস অত্যন্ত যত্ন করে পুরো অনুষ্ঠান এর সঞ্চালনার দায়িত্ব সামলেছেন। বেলঘরিয়া রসরঙ্গের বিভিন্ন স্বাদের অভিনব আয়োজন নিঃসন্দেহে সকলের নজর কেড়েছে,আর এটা বলাবাহুল্য যে রুফ টপ ফেস্টিভ্যাল এর এক নতুন ভাবনার ছাপ তারা রেখেছে। এদের আগামী পথ আরও সম্ভবনাময় হয়ে উঠবে এই প্রত্যাশা রাখাই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *