বয়রা গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী লক্ষীপুর গ্রামের কপিল মুনির আশ্রমে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী চৈত্র মেলা
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদা ব্লকের বয়রা গ্রাম পঞ্চায়েতের লক্ষীপুর গ্রামের কপিল মুনির আশ্রমে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী চৈত্র মেলা। বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই আশ্রমে বহু বছর যাবৎ এই মেলা হয়ে আসছিল তখন এই মেলায় পাশাপাশি দু’দেশের লোকেরা মৈত্রীর সম্পর্কে আবদ্ধ হয়ে এই মেলায় এসে আনন্দ করতো।
মেলার শান্তি শৃঙ্খলা রক্ষার দ্বায়িত্বে থাকতো বিএসএফ ও বাংলাদেশের বর্ডার গার্ডের জওয়ানেরা। মাঝে কিছুদিন মহামারী করোনার কারনে মেলা বন্ধ থাকার পর এবছর অর্থাৎ গত ১লা বৈশাখ বিএসএফের সিও সুনীল কুমার, বিডিও সৌমেন্দু গাঙ্গুলী, বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের সদস্য পরিতোষ কুমার সাহা,
পঞ্চায়েত প্রধান অসিত মন্ডল, পঞ্চায়েত সমিতির সদস্য দিলীপ সিংহ রায় সহ উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দু’দেশের মধ্যে মৈত্রীর বার্তা ছড়িয়ে দিতে পুনরায় শুভ উদ্বোধন হল বহু পুরাতন এই মেলার।