সাহিত্য ও সংস্কৃতি।

ভূত চতুর্দশীতে গল্প প্রকাশ

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : ভূত চতুর্দশীর দিনে তেঁনারা দলে দলে নেমে আসেন পৃথিবীর বুকে। শুধু তাই নয় কারো দেহ আশ্রয় করে অনেক সময় নিজেরা মতামত প্রকাশ করেন। সম্প্রতি ভূত চতুর্দশীর দিনে এই রকমই একটি গল্প হয়েছে গৌতম বিশ্বাসের এনএসএম একাডেমির ইউটিউব চ্যানেলে। গল্পে দুই জগতের মধ্যে সংযোগ স্থাপন করা হয়েছে কল্পনার জগত দিয়ে। গল্পের নাম “প্ল্যানচেট”।

গল্পের রচয়িতা গৌতম বিশ্বাস। লেখক পেশায় একজন সঙ্গীত শিল্পী। তার রচিত এবং সুরারপিত অনেক গান রয়েছে। এই গল্পে তার কলমে সাহিত্যের ছোঁয়া পাওয়া যায়। লেখক তার ভ্রমণের অভিজ্ঞতার সাথে কল্পনার অপূর্ব মেলবন্ধন ঘটিয়ে “প্ল্যানচেট” এর প্লট তৈরী করেছেন।

নাটক, থিয়েটার ও সঙ্গীত জগতের অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব এবং গুণী শিল্পীদের সমন্বয়ে গল্প টি তৈরী হয়েছে। চরিত্র রূপায়ণে – জয়ন্ত পোদ্দার, অশোক রায়, মানসী দাস কর, পঙ্কজ দাস, সুলগ্না বৈরাগী, সন্ধ্যা বারুই এবং লেখক নিজে। মুখ্য উপদেষ্টা: সন্ধ্যা বারুই । শব্দ গ্রহণ, সাউন্ড এফেক্টস্, পোস্টার ডিজাইন করেছেন লেখক নিজে।

গল্পে কোনও কুসংস্কারকে প্রাধান্য দেয়া হয়নি। শুধুমাত্র প্লট তৈরী, আবহ এবং সাহিত্য রস সৃষ্টির জন্য লেখক কিছু কল্পনার আশ্রয় নিয়েছেন। গল্প শোনার জন্য QR কোড স্ক্যান করুন অথবা NSM An Academy of Goutam Biswas – ইউটিউব চ্যানেল দেখুন। ছবি সৌজন্যে: অমিত দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *