ভোট উৎসবে পেরেকে বিদ্ধ বৃক্ষরাজি, ক্ষুব্ধ বৃক্ষপ্রেমীগণ
নীরেশ ভৌমিক : সামনে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। তাকে কেন্দ্র করে ভোট উৎসবে সেজে উঠেছে গ্রাম-বাংলা। মেতে উঠেছেন আপামর বঙ্গবাসী। তবে এই মাতামাতিটা অত্যন্ত বেশি চোখে পড়ছে করতে সাধারণ মানুষ নন, রাজনীতির কারবারিদের মধ্যে। গ্রাম-বাংলা ও মফঃস্বলের অলি-গলি, হাট-বাজার, বিভিন্ন সড়কের দুধারে বড়-বড় হোডিং, প্ল্যাকার্ড, ফ্লেক্স-ফেস্টুন ও দলীয় পতাকায় ছেয়ে গিয়েছে চতুর্দিক।
তবে দলীয় প্রচারের একটা দিক্ সকলের না হলেও নজর কাড়ছে সচেতন মানুষজনের। গ্রাম বাংলার ছোট বড় গাছে বড় নির্দয়ভাবে দলীয় ফ্লেক্স-ও পতাকা লাগানোর দৃশ্য। এক একটি বৃক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা, ফ্লেক্স, ও প্রার্থীর ছবি সহ ছোট-বড় হোডিং লাগানো হয়েছে অনেকগুলো করে। দেড়-দু’ ইঞ্চি বা তারও বড় আকারের পেরেকে বিদ্ধ করে লাগানো হয়েছে সেগুলো। এক একটি পতাকা বা হোডিং লাগাতে গাছের দেহে বিদ্ধ করা হয়েছে বেশ কয়েকটি করে ছোট-বড় পেয়েক।
যা দেখে আঁতকে উঠছেন বৃক্ষ প্রেমীগণ। বৃক্ষ গুলির মৃত্যু ডেকে আনতে পারে এই পেরেক। কিন্তু প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না কেহই। এখন সকল ক্ষমতাই তো রাজনৈতিক নেতাদের। তারা যা বলবেন, যা করবেন সেটাই তো আইন। মানুষের দুঃখ-বেদনা যারা বোঝেন না, গাছেদের বেদনা তারা বুঝবেন কি করে ? জানতে ইচ্ছে হয়, ভোট নিয়ে মাতামাতি, এত ব্যয়, এত রক্তক্ষয় দেশের আর কটি রাজ্যে আছে?