মছলন্দপুরের মিলনী স্কুলে মছলন্দপুর ইমন মাইমের – মূকাভিনয় কর্মশালা
নীরেশ ভৌমিক : গত ২৪ফেব্রুয়ারী ২০২৪ মছলন্দপুর মিলনী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে মছলন্দপুর ইমন মাইম সেন্টারের পরিচালনায় অনুষ্ঠিত হল একটি মূকাভিনয় কর্মশালা। বিভিন্ন শ্রেণীর ১০০র বেশি ছোট্ট ছাত্র-ছাত্রী বন্ধু এই কর্মশালাটিতে অংশগ্রহণ করেন। ইমন মাইম সেন্টারের তরফ থেকে কর্মশালার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ধীরাজ হাওলাদার, অনুপ মল্লিক, সৃজা হাওলাদার ও শ্রেয়া দাস।
মূলত খেলার মাধ্যমে শেখা এবং সংস্কৃতি চর্চার সঙ্গে মূল ধারার শিক্ষার সম্পর্ক নিয়েই থিয়েটারের বিভিন্ন মজার খেলা ও অনুশীলনের মাধ্যমে প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের একটি স্পষ্ট ধারণা দান করার চেষ্টা করেন। কর্মশালার তত্ত্বাবধান করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার বালা ও সামগ্রিক সহযোগিতায় ছিলেন সহশিক্ষক মণিমোহন সরকার, সোমেন রায় ও শিবদাস গায়েন। বিদ্যালয়ের তরফ থেকে শিক্ষকগণ ইমন মাইম সেন্টারকে ধন্যবাদ জানিয়ে এই সংস্থার সঙ্গে এভাবেই সমন্বয় সাধন করে দীর্ঘ সময় ধরে ছাত্রছাত্রীদের মধ্যে সংস্কৃতি চর্চার প্রতি আকর্ষণ তৈরির কাজ চালিয়ে যেতে চান বলে মতপ্রকাশ করেন।
কর্মশালায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরাও প্রতিদিনের বাঁধাধরা রুটিনের বাইরে খেলতে খেলতে নতুন একটি বিষয় শেখার প্রবল উৎসাহে সম্পুর্ণ সময়টিকে উপভোগ করে। ইমন মাইম সেন্টার এর কর্নধার ধীরাজ হাওলাদার বলেন “আমরা চাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে সংস্কৃতি চর্চার আরো ব্যাপক পরিসর তৈরি হোক। সেই উদ্দেশ্যে বহু স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়েও আমরা মূকাভিনয় ও নাট্য কর্মশালা আয়োজন করেছি এবং এই কর্মকান্ডকে আমরা আরো প্রসারিত করতে চাই।”