মন্ডলপাড়া হাইস্কুলের বার্ষিক অনুষ্ঠান

নীরেশ ভৌমিক: ১৫ জানুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পর ২১ ও ২২ জানুয়ারি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে গাইঘাটার মন্ডলপাড়া হাই স্কুল কতৃপক্ষ। একুশের সকালে বিদ্যালয় প্রাঙ্গণের সুসজ্জিত মঞ্চে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমবেত কন্ঠে ‘ধনধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা’ এবং কবিগুরুর ‘আগুনের এই পরশমণি ছোঁয়াও প্রাণে’ সংগীতের মধ্যে মঙ্গলদ্বীপ প্রোজ্জ্বলন করেন গাইঘাটার দু’টি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক রজত রঞ্জন ঘোষ, ছিলেন গাইঘাটা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রাখহরি ঘোষ।

পরে আসেন গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার, শিক্ষক শ্যামল বিশ্বাস প্রমূখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস ঘোষ উপস্থিত সকল বিশিষ্টজনদের স্বাগত জানান। ছাত্রীরা বিশিষ্ট ব্যক্তিবর্গকে পুষ্পস্তবক, উত্তরীয় ও স্মারক উপহারে বরণ করে নেন।

বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে সুস্থ-সংস্কৃতির চর্চা ও প্রসার এবং সেইসঙ্গে ছাত্র-ছাত্রীদের অন্তর্নিহিত সুপ্ত গুণাবলীর বিকাশ সাধনে এধরনের অনুষ্ঠানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যক্ত করেন। দু’দিনব্যাপী আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সংগীত, আবৃত্তি, নৃত্য পরিবেশন করে।

পড়ুয়াদের মধ্যে প্রশ্নোত্তর প্রতিযোগিতা বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। এছাড়াও ছিল নাটক, নৃত্যনাট্য ও গীতি আলেখ্য। সবশেষে শিক্ষার্থী’গণ পরিবেশিত বাংলা ব্যান্ডের সঙ্গীতানুষ্ঠান সমবেত দর্শক ও শ্রোতৃ মন্ডলীর উচ্চসিত প্রশংসা লাভ করে। ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার সংস্কৃতিপ্রেমী মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিদ্যালয় আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।









