মহাসমারোহে অনুষ্ঠিত চাঁদপাড়া বাণী বিদ্যাবীথির আন্তঃ বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা

নীরেশ ভৌমিক : বিদ্যালয়ের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে বছরভর নানা অনুষ্ঠান ও কর্মসূচী পালন করে চলেছে চাঁদপাড়ার বাণী বিদ্যাবীথি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।

চলতি মাসের সূচনায় সপ্তাহব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা শেষে গত ২৭ ও ২৮ জানুয়ারি আয়োজন করা হয়েছিল আন্তঃ বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা।

বিদ্যালয় সংলগ্ন ময়দানে প্রথম দিন গাইঘাটা ব্লকের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন মহাকুমার বেশ কয়েকটি হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা দৌড়, দীর্ঘ লম্ফ, লৌহ বল নিক্ষেপ ইত্যাদি ২২ টি ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেয়।

সবশেষে অনুষ্ঠিত রিলে রেস বেশ আকর্ষণীয় হয়ে ওঠে।উদ্যোক্তা ও প্রতিযোগী শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে মধ্যাহ্নে মাঠে আসেন বনগ্রাম মহকুমা প্রশাসক উর্মি দে বিশ্বাস, গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার,

ছিলেন স্থানীয় মন্ডল পাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস ঘোষ প্রমুখ। মহাকুমা শাসক শ্রীমতী দে বিশ্বাস ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলার গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যক্ত করেন।

পরিশেষে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা’গণ সফল প্রতিযোগীগণের হাতে পুষ্পস্তবক মেমেন্টো ও শংসাপত্র তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

এদিনের প্রতিযোগিতায় মহাকুমার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগী শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা’গণের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক সুশান্ত বিশ্বাস ও অসীম মন্ডল জানান, মাধ্যমিক উচ্চ-মাধ্যমিক পরীক্ষা শেষ হলে আন্তঃ বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।







