মাতৃ স্মৃতিতে রক্তদান মাতৃহারা সুদীপ্তর

নীরেশ ভৌমিক : গত ২৫ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে প্রয়াত হন গৃহবধূ শম্পা ব্যানার্জী। মায়ের পরলৌকি ক্রিয়াদি সম্পন্ন হওয়ার পর মায়ের স্মৃতিতে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেন প্রয়াতা সম্পা দেবীর একমাত্র পুত্র সুদীপ্ত ব্যানার্জী।

গত ৯ ফেব্রুয়ারি বারাসত নবপল্লীর বধুয়া অনুষ্ঠান গৃহে আয়োজিত রক্তদান শিবিরে কলকাতার আরজিকর হাসপাতাল ব্লাড ব্যাংকের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী’গণ স্বেচ্ছা রক্তদাতাদের রক্ত সংগ্রহ করেন। রক্তদাতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সুদীপ্ত বাবুর সহধর্মিনী তিথি দেবী।

মাতৃহারা সুদীপ্ত বাবু জানান, ‘মা’ এর চিকিৎসার জন্য প্রচুর রক্তের প্রয়োজন হয়েছিল। রক্তের অভাবে কেউ যাতে মারা না যান, সে জন্যই আজ তার এই রক্তদান শিবিরের আয়োজন। শ্রী ব্যানার্জীর আহ্বান, হাসিমুখে রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ। মায়ের স্মরণে নাট্যকর্মী সুদীপ্ত বাবুর এই মহতী উদ্যোগকে এলাকাবাসী সকলেই স্বাগত জানান।







