জেলার খবরবিনোদন

মানবিকের উদ্যোগে মায়াপুর ভ্রমণ – পাঁচুগোপাল হাজরা

নীরেশ ভৌমিক : অশোকনগর – কল্যাণগড় পুর এলাকার তিন নম্বর ওয়ার্ডের মানবিক এর উদ্যোগে মায়াপুর ভ্রমণের আয়োজন করা হয় ২৬ আগস্ট। প্রবীণ মানুষদের নিয়ে ঝুলন যাত্রার পূণ্য প্রভাতে বাসযোগে এই মায়াপুর ভ্রমণ শুরু হয়। মানবিকের কর্ণধার বরুণ মজুমদার জানালেন, মূলত তিন নম্বর ওয়ার্ডের প্রবীণ মানুষদের নিয়েই এই সারাদিনের মায়াপুর ভ্রমণের উদ্যোগ। এই কর্মকাণ্ডে আমার পরিবারের সদস্য ছাড়াও অনেকেই আজ পাশে রয়েছেন।

সকলকে মায়াপুর ঘুরিয়ে আনতে পাড়াতেই আমার আনন্দ । আগামী দিনে এমন উদ্যোগে শামিল হতে চান বরুণবাবু।একই অভিমত পুএবধু তানিয়া মজুমদারের ও । এদিন সকালে শক্তি সংঘের সামনে থেকে শঙ্খ ধ্বনি – উলুধ্বনির মধ্য দিয়ে মায়াপুর যাত্রার শুভ সূচনা হয়। প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় লাল গোলাপ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী বাসুদেব চন্দ । বরুনবাবুর এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান। এদিন মায়াপুরে ভক্তদের ভীর ছিল চোখে পড়ার মতো।


সমাজসেবী বরুন মজুমদার ২৬ আগস্ট শনিবার সকালে ৫৬ জন প্রবীণ মানুষকে নিয়ে শ্রী মায়াপুর যাত্রা করে এবং রাত বারোটা নাগাদ সুন্দর ভাবে তাদেরকে বাড়ি পৌঁছে দেয় । তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন স্তরের মানুষ। প্রতিবছর পূজোর আগে মহালয়ার পুন্য প্রভাতে বরুনবাবু নতুন বস্ত্র ও চারদিনের খাদ্য সামগ্রী দান করে আসছেন কয়েক বছর ধরে। এবারেও পুজোর আগে মায়াপুর ভ্রমণের এই উদ্যোগ তার প্রয়াত স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে বলেই বরুনবাবু জানালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *