বিনোদন

মায়ের লালিত স্বপ্ন পূরণ করল কন্যা

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : চাঁদপাড়া,  উত্তর ২৪ পরগনা বনগাঁ কালোপুরের বাসিন্দা রিপন ও মীনাক্ষী হালদারের কন্যা চিত্রিতা হালদার। একটি রিয়েলিটি নিত্য শোতে চতুর্থ স্থান অধিকার করে ১১ বছরের চিত্রিতা। প্রন্তিক গ্রামের কন্যার সাফল্যে হালদার পরিবারের পাশাপাশি খুশি গোটা গ্রাম। জানা গিয়েছে, চিত্রিতা বাবা রিপন হালদার পেশায় বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করেন। কর্ম সূত্রে তিনি ভিন রাজ্যে থাকেন। মা  মীনাক্ষী হালদার গৃহ পরিচালিকা।  মীনাক্ষী দেবীর ছোট থেকে স্বপ্ন ছিল নৃত্য শিখার, কিন্তু বিভিন্ন প্রতিকূলতায় সেই স্বপ্ন পুরন হয়নি। কিন্তু স্বপ্ন দেখা ছাড়েননি। নিজের স্বপ্ন সন্তানের মধ্য দিয়ে মিনাক্ষী পুরন করতে চেয়েছেন।

তিনি জানান, ছোট থেকেই চিত্রিতাকে পড়ার ছলে কাজের ফাঁকে নিত্য শেখানোর চেষ্টা করেন। তারপর চার বছর বয়সে তাকে একটি নিত্যাঙ্গন স্কুলে ভর্তি করেন। মায়ের স্বপ্ন পুরনে দিন রাত অনুশীলন করেছে চিত্রিতা। দীর্ঘদিন নৃত্য শেখবার পরে অবশেষে একটি রিয়েলিটি শোতে সুযোগ পায় চিত্রিতা। আর সেখানেই বাজিমাত করে চতুর্থ স্থান অধিকার করে চিত্রিতা। মেয়ের সাফল্যে আত্মহারা মিনাক্ষী দেবী। এই বিষয়ে নৃত্য শিল্পী চিত্রিতা হালদার বলে, আমি ছোট থেকেই মায়ের কাছে একটু একটু করে নৃত্য শিখেছি। পরবর্তীতে নৃত্যের স্কুলে ভর্তি হই ।অবশেষে নৃত্য স্কুলের শিক্ষকদের সহযোগিতায় আমি একটি রিয়েলিটি শোতে সুযোগ পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে।  আগামী দিনে আমার ইচ্ছা ভালো নৃত্য শিল্পী হয়ে ওঠা এর সাথে সাথে একজন ডাক্তার হতে চাই।

এই বিষয়ে নৃত্য শিল্পীর মা মিনাক্ষী হালদার বলেন ছোট থেকে আমার ইচ্ছা ছিল নৃত্য শিখবার কিন্তু তা আর হয়ে ওঠেনি। আমি চেয়েছিলাম বিবাহের পরে যদি আমার কন্যা সন্তান হয় তাহলে তার মধ্য দিয়ে আমি আমার স্বপ্ন পূরণ করব। সেই মতোই উপর ওয়ালার ইচ্ছায় কন্যা সন্তানের জন্ম দেন মীনাক্ষী দেবী। সন্তানের বয়স যখন বার অরূপ স্যার ও মৃন্ময় স্যারের অক্লান্ত পরিশ্রমের ফলে এই রিয়েলিটি শোতে সুযোগ পেয়েছে আমার মেয়ে। এর আগেও বহু জায়গায় নৃত্যের সম্বর্ধনা পেয়েছে এবার বড় কোন রিয়েলিটি শোতে চতুর্থ স্থান অধিকার করেছে চিত্রিতা আমি গর্বিত ও আনন্দিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *