অনুষ্ঠানউৎসবজেলার খবরবিনোদনসর্ম্বধনা

মিলনীর লোক উৎসবে নানা অনুষ্ঠান ও মেলা

নীরেশ ভৌমিক : ১২ ডিসেম্বর সকালে বর্ণময় শোভাযাত্রা ও সন্ধ্যায় মহিলা ঢাকিদের ঢাক বাদনের মধ্য দিয়ে মঙ্গলদীপ প্রোজ্জ্বল করে মছলন্দপুর মিলনী সংঘ পরিচালিত ২৮ তম বর্ষের লোক ও সংস্কৃতি উৎসব ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের জনসাস্থ্য কর্মাধ্যক্ষ অজিত সাহা।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন হাবড়া ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি জনাব নেহাল আলি, কর্মাধ্যক্ষ বাপী মজুমদার, মছলন্দপুর ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান কল্পনা বসু, উপ-প্রধান দেবাশীষ দাস, রাউতারা গ্রাম পঞ্চায়েত প্রধান মানবকল্যাণ মজুমদার,

বিশিষ্ট শিক্ষাব্রতী হীরালাল মজুমদার, প্রখ্যাত চিকিৎসক সন্দীপ হালদার, মছলন্দপুর তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ বিপ্লব সরকার, বিশিষ্ট সমাজসেবি সুব্রত দে প্রমূখ।

উৎসব কমিটির সভাপতি দীপক চক্রবর্তী ও সম্পাদক কার্তিকবাবু সকলকে স্বাগত জানান। সদস্যরা সকলকে পুষ্পস্তবক ও উত্তরীয় প্রদানে বরণ করে নেন।

বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে মিলনী আয়োজিত এই লোক-সংস্কৃতি উৎসব একই সথে মেলার গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যক্ত করেন এবং সেই সঙ্গে আয়োজিত মেলার সাফল্য কামনা করেন।

উৎসব কমিটির অন্যতম ও সাংস্কৃতিক সম্পাদক বিকাশ সাহা জানান, ১১ দিনব্যাপী আয়োজিত লোক উৎসবে প্রতিদিন মধ্যাহ্ন থেকে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সন্ধ্যায় সুসজ্জিত আলোকজ্জ্বল মঞ্চে সংগীত, লোক-নৃত্য, আবৃত্তি, নাটক, নৃত্যনাট্য, মূকাভিনয় ইত্যাদি অনুষ্ঠান পরিবেশিত হবে।

১৫ ডিসেম্বর স্বেচ্ছা রক্তদান এবং ২২ ডিসেম্বর উৎসবের শেষ দিনের সন্ধ্যায় গুণীজন সংবর্ধনা ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হবে বলে সম্পাদক শ্রী সাহা আরো জানান।

প্রতিদিন অপরাহ্নে থেকে অগণিত সংস্কৃতিপ্রেমী মানুষজনের উপস্থিতিতে মেলা ও উৎসব প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *