মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মানবিকতায় চাকরী পেল মাল বাজারের ছয় হিরো
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বিজয় দশমীর ভাসানে ডুয়ার্সের মাল নদীতে হড়পা বানে তলিয়ে যেতে বসা মানুষজনকে উদ্ধারের জন্য নিজেদের জীবন বাজি রেখে উদ্ধার কজে ঝাঁপিয়ে পড়ে অনেকেরই জীবন বাঁচানো ৭ যুবক-যুবতীকে সরকারি চাকরির নিয়োগপত্র, ১ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার ও প্রশংসাপত্র দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মালবাজার পৌঁছে মুখ্যমন্ত্রী তাঁদের প্রশংসা করেছিলেন।
আর মঙ্গলবার আদর্শ বিদ্যাভবনে প্রশাসনিক বৈঠকের মঞ্চে সৌমেন চৌধুরী, মহম্মদ মানিক, মনোজ মুন্ডা, দারা সিং, বিশ্বজিত্ বিশ্বাস, দীপক বোদকা, অমিয়া মাহাতো ডেকে নেন তিনি এবং তাদের কে কি করেন সে বিষয়ে খোঁজ খবরও নেন তিনি। সকলকে নিজেদের জীবন বাজিরেখে বিপদের সময়ে মানুষের জন্য এহেন কাজ করার জন্য সাধুবাদ জানান এবং
পুরস্কার স্বরুপ তাদের সকলকে সরকারি চাকরির নিয়োগপত্র, ১ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার ও প্রশংসাপত্র প্রদানের ব্যাবস্থা গ্রহন করেন তিনি। যদিও তাঁদের মধ্যে ১ জন সেই চাকরি গ্রহণ করেননি। তিনি নিজের ব্যবসাই চালাতে চান। তাতে মুখ্যমন্ত্রী তাঁকে অভিনন্দন জানিয়েছেন। বাকি ৬ জন সিভিক ভলান্টিয়ার হিসেবে নিয়োগপত্র হাতে পেয়েছেন।
বিপদে পড়া মানুষজনের পাশে দাঁড়ানোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন স্বীকৃতিতে স্বভাবতই আপ্লুত তাঁরা।প্রত্যক্ষদর্শীরা জানান, দশমীর দিন ভাসানের সময় ডুয়ার্সের মাল নদীতে আচমকা হড়পা বান আসে। তাতে তলিয়ে মৃত্যু হয় ৮ জনের। আরও অনেকের মৃত্যু হতে পারতো কিন্তু মাল বাজের ৭ হিরো সৌমেন চৌধুরী, মহম্মদ মানিক, মনোজ মুন্ডা, দারা সিং, বিশ্বজিত্ বিশ্বাস, দীপক বোদকা, অমিয়া মাহাতোর সাহসীকতায় অনেকের জীবন বাঁচানো সম্ভব হলেও বানের জলে তলিয়ে মৃত্যু হয় ৮ জনের। তারা আরও জানান, নিজ উদ্যোগে উদ্ধার কর্মে অংশ গ্রহনকারী ৭ যুবক-যুবতীর মধ্যে উল্লেখযোগ্য ও অত্যন্ত সাহসী পদক্ষেপ নিয়েছিলেন মহম্মদ মানিক।