রক্তদান শিবির হল হেলেঞ্চা ড. বি.আর.আম্বেদকর শত বার্ষিকী মহাবিদ্যালয়ে
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : রক্ত দান মহৎ দান, কোন স্বঃহৃদয় ব্যাক্তির দান করা একটুখানি রক্তে ফিরে পেতে পারে কোন মৃত্যু পথযাত্রীর প্রান। এই রক্ত কোন কলে কারখানায় তৈরী হয় না। আমাদের সমাজের অসংখ্য হৃদয়বান মানুষের দান করা রক্তেই গড়ে ওঠে দেশের সকল ব্লাড ব্যাংক গুলো।
যেখান লুকিয়ে থাকে যেন মৃত্যুপথযাত্রী রোগীদের প্রান। এ সকল বিষয় মাথায় রেখেই আজ এই প্রতিনিধি কে কথাগুলো বলেন, হেলেঞ্চা ড. বি.আর.আম্বেদকর শত বার্ষিকী মহাবিদ্যালয়ের সর্ব্বজন শ্রদ্ধেয় অধ্যক্ষ্য ড. চিত্তরঞ্জন দাস।
তিনি আরো বলেন, সর্বপরি গ্রীষ্মকালীন রক্তসংকট মোচনের উদ্দেশ্যেই সামান্য প্রয়াস হেলেঞ্চা ড. বি.আর.আম্বেদকর শত বার্ষিকী মহাবিদ্যালয়ের। ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়া এখান থেকে এদিন ৪৮ ইউনিট রক্ত সংগ্রহ করে বলে জানা গেছে।
ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার মহাসচিব মিঃ অপূর্ব ঘোষ গতকাল রক্তদান নিয়ে জন সচেতনতা মূলক প্রোগ্রাম করে গেছেন এবং আজই কলেজের পক্ষ থেকে এনএসএস কলেজের মিটিং হলে আয়োজন করে এই রক্তদান শিবিরের।