রণঘাট অঞ্চল আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগীতা ২০২২ অনুষ্ঠিত বৈকুলা এফ,পি স্কুলে
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে জহিরুল ইসলাম : হেলেঞ্চা, রণঘাট অঞ্চল আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগীতা ২০২২ অনুষ্ঠিত বৈকুলা এফ,পি স্কুলে। ৪২ তম এই ক্রীড়া প্রতিযোগীতায় রণঘাট অঞ্চলের অংশ গ্রহনকারী বিদ্যালয় গুলির মধ্যে ছিল, হরিহর পুর এফ পি, বৈকোলা এফ পি, কোলা এফ পি, পুরদহ এফ পি, রনঘাট এফ পি,
উত্তর কুলবেড়িয়া এফ পি, আউলডাঙা এফ পি, কাশীপুর এফ পি, পুরদহ এফ পি, ঝিকরা এফ পি, উত্তর রনঘাট এফ পি ইত্যাদি। এই আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগীতায় ছিল আলু দৌড়, ৭৫ মিঃ, ১০০ মিঃ, ২০০ মিঃ দৌড়, হাই জাম্প, লং জাম্প, মেয়েদের হ্যান্ডবল ইত্যাদি।