জেলার খবরবিনোদনসর্ম্বধনা

রবীন্দ্র জয়ন্তী পালন গোবরডাঙ্গা নাবিক নাট্যমের

নীরেশ ভৌমিক : গত ৮ই মে ২০২৪ গোবরডাঙ্গার এক প্রাচীন নাট্য দল নাবিক নাট্যম পালন করলো রবীন্দ্র জয়ন্তী। দলের সকল সদস্য, সদস্যা ও প্রতিষ্ঠাতা সদস্য প্রদীপ কুমার সাহা ও সোমনাথ রাহা

সকলের উপস্থিতিতে মহলা কক্ষ সংলগ্ন কবি গুরুর মূর্তিতে মাল্য দান করেন দলের নাট্যগুরু জীবন অধিকারি, সোমনাথ রাহা , প্রদীপ কুমার সাহা ও অবিন দত্ত।

এর পরই দলের সবাই উপস্থিত হয় এলাকার আরেকটি রবীন্দ্র মূর্তির সামনে যেখানে উপস্থিত হয় এলাকার প্রাক্তন পৌরপ্রধান মাননীয় সুভাষ দত্ত ও এলাকার বেশকিছু সংস্কৃতি প্রেমিক মানুষ,

সকলে মিলে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্য দান করেন এবং কবি গুরুর স্মৃতি চারণ করে। এরপর মিষ্টি বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *