আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

জেলার খবরবিনোদন

রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন চাঁদপাড়ার ঐতিহ্যবাহী ‘কলরব’ সাংস্কৃতিক সংস্থার

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, চীরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হলো চাঁদপাড়ার ঐতিহ্যবাহী ‘কলরব’ সাংস্কৃতিক সংস্থা আয়োজিত রবীন্দ্র নজরুল জয়ন্তী ১৪৩০ । গত ৩০শে মে সনাধ্যয়, চাঁদপড়া বাজারস্থিত চৌরঙ্গী প্রাঙ্গনে।

অনুষ্ঠানের বিষয়ে সহযোগীতায় ছিল চৌরঙ্গী ক্লাব। ‘কলরব’ এর শিল্পী বৃন্দের সংগীত, আবৃত্তি শ্রুতিনাটক ছাড়াও মূখ্য আকর্ষন ছিল নৃত্যনাট্য চিত্রাঙ্গদা ও রবীন্দ্রনাথ ঠাকুর এর গল্প অবলম্বনে নাটক অপরিচিতা। যার নাট্যরুপ ও নির্দেশনা করেছেন ‘কলরব’ এর সম্পাদক গোবিন্দ কুণ্ডু। নাটক অপরিচিতা দর্শক ও নাট্যমোদি দের প্রশংসা লাভ করেছে।

যাদের সংগীতে অনুষ্ঠান অনন্য মাত্রা পেয়েছে তারা হলেন নজরুল গীতিতে তুলসী সাহা, রবীন্দ্র সংগীতে শিল্পী শ্রেয়া চক্রবর্তী, মধুমিতা সরকার ও দীপা দাস এর গান। অনেক দিন পর বৃহত্তর চাঁদপাড়ার মানুষ এমন একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার পেয়ে আপ্লুত।

‘কলরব’ এর সম্পাদক গোবিন্দ কুণ্ডু রএর কাছে অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এর শান্তির বানী ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর সাম্যের বানী কে জনমানুষে পৌছে দিতে তাদের এই উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *