রাখী বন্ধন এবং বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করে শ্রীপুরের রূপায়ণ
নীরেশ ভৌমিক : সম্প্রতি শ্রীপুর রূপায়ণের আয়োজনে অনুষ্ঠিত হয় রাখী বন্ধন এবং বৃক্ষরোপণ উৎসব । ইছাপুর হাই স্কুল (উ.মা)সামনে সকাল ৯টা থেকে অনুষ্ঠান শুরু হয় স্থানীয় বাজারের সকল দোকানদারকে রাখী বেধে অনুস্ঠানের সূচনা করেন সভাপতি শ্রী তরুণ গুহ।
এর পর একে একে পথচলতি মানুষের হাতে সংস্থার সদস্যবৃন্দ রাখী পরিয়ে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন,সেই সাথে তাদের মিষ্টি মুখ করানো হয় সংস্থার পক্ষ থেকে। তার পর শ্রীপুর গ্রামের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করেন সংস্থার সকল সদস্যবৃন্দ।
সংস্থার সম্পাদক শ্রী অরূপ কুমার দাঁ বলেন রবীন্দ্রনাথ ঠাকুর রাখী বন্ধনের মধ্যে দিয়ে যে ভাবে ভাতৃত্বের বন্ধনে সকল সমাজের মানুষেকে একত্রিত করেছিলেন আমরাও একই ভাবে রাখী বন্ধন উৎসবের মাধ্যমে বর্তমান সমাজকে বিচ্ছিন্নতাবাদী শক্তির থেকে মুক্তি দিতে চাই।
সেই সাথে উষ্ণায়নের দিকে ছুটে যাওয়া এই পৃথিবীকে রক্ষা করতে মানুষের বৃক্ষরোপণ করতে উৎসাহ দিতে আমাদের এই বৃক্ষরোপণ উৎসব পালন।