রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে অনুষ্ঠিত হল প্রতিবাদ সভা
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : দলেনত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে আজ রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় বাগদা বিধানসভা এলাকার বাগদা পুর্ব, পশ্চিম ও নীলদর্পন ব্লক তৃনমুল কংগ্রেসের উদ্যোগে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় বাগদা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে
এবং বাগদা পশ্চিম ব্লক তৃনমুল কংগ্রেসের উদ্যোগে হেলেঞ্চা ত্রিকোন পার্ক চত্ত্বরে ও নীলদর্পন ব্লকে অনুষ্ঠিত হয় এই কর্মসূচী। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানোর সাথে সাথে INDIA জোট কে শক্তশালী করতেই এই অবস্থান বিক্ষোভ কর্মসূচী বলে জানা গেছে।
উক্ত কর্মসূচীতে, ব্লকের সকল নেতৃত্ব, সকল পঞ্চায়েতের আঞ্চালিক সভাপতিগন, সদ্য জয়ী সকল তৃনমুল কংগ্রেস সদস্য সহ সক্রীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।