রাজ্যে বেকার সমস্যার সমাধানে উদ্যোগী কেন্দ্রীয় সংস্থা ইডি এইচ
নীরেশ ভৌমিক : সারাদেশে ক্রমবর্ধমান বেকার সমস্যা হ্রাস করতে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ভারত সরকারের সাথে একযোগে কাজ করে চলেছে এন্টিপ্রোর্নিওরশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অফ ইন্ডিয়া আহমেদাবাদ (EDH)। সংস্থাটি কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টার প্রাইসেস সংস্থার সহযোগিতায় দেশের বিভিন্ন এলাকায় ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম (EDSP) অনুযায়ী বেকার সমস্যা কমাতে MDP স্কিম অনুযায়ি কাজ করে চলেছে।
কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে উত্তর ২৪ পরগনা জেলার চাঁদপাড়া নেতাজী সুভাষ হেল্প সেন্টার এর সহযোগিতায় স্থানীয় আইরিশ হেল্থ পয়েন্টের সভাকক্ষে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট (MDP) প্রোগ্রামে ৫ দিনের এক প্রশিক্ষণ শিবির সংগঠিত করে। গত ২৮ জানুয়ারি মঙ্গলদীপ প্রজ্জ্বলন ও প্রশিক্ষনার্থী’গণের সমবেত কণ্ঠে দেশাত্মবোধক সংগীতের মধ্যে দিয়ে প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হয়।
প্রশিক্ষক হিসেবে ছিলেন সংস্থার প্রতিনিধি তন্ময় চক্রবর্তী, নরেন্দ্রনাথ ত্রিপাঠি ও জেলা শিল্পকেন্দ্রের প্রতিনিধি তন্ময় রায় প্রমূখ। সহযোগিতার হাত বাড়িয়ে দেন সমাজসেবি সংস্থা চাঁদপাড়া নেতাজী সুভাষ হেল্প সেন্টার এর কর্ণধার অভিজিৎ টিকাদার। প্রতিনিধি’গণ বলেন, বর্তমানে সারাদেশে যেভাবে বেকার সমস্যা বেড়ে চলেছে, সর্বত্রই চাকুরীর হাহাকার চলছে।
এই অবস্থায় সুস্থভাবে বেঁচে থাকতে গেলে ক্ষুদ্র শিল্প স্থাপন, হস্তশিল্পের প্রসার ঘটানো এবং সেই সঙ্গে স্বাধীন ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে হবে। এর জন্য প্রথমেই প্রয়োজন ব্যবসা করার মানসিকতা, আইডিয়া ও মূলধন সংগ্রহ করা। ক্ষুদ্র শিল্প ও ব্যবসার মাধ্যমে আরোও কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।
দায়িত্বশীল আধিকারিক তন্ময় চক্রবর্তী জানান, প্রশিক্ষণ শেষে সকলকে শংসাপত্র প্রদান করা হবে। ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে ব্যাবসার জন্য বিভিন্ন ব্যাংক থেকে সহজ উপায়ে ঋণ পেতে পারেন আগ্রহী ব্যক্তিগণ। এদিনের এমডিপি প্রোগ্রামে অংশগ্রহণকারী বেকার যুবক-যুবতী’গনের মধ্যে প্রশিক্ষণকে ঘিরে বেশ উৎসাহ ও আগ্রহ পরিলক্ষিত হয়।