রূপান্তরের বিদ্যালয় ভিত্তিক নাট্য প্রশিক্ষণ শিবির
নীরেশ ভৌমিক : ২৩ থেকে ২৫ আগষ্ট ২০২৩ গোবরডাঙা রূপান্তর নাট্যদলের বিশেষ আয়োজনে ” মেদিয়া গার্লস হাইস্কুলে” বিদ্যালয়ের প্রায় ১০০জন ছাত্রীদের নিয়ে হয়ে গেল তিন দিনের বিদ্যালয় ভিত্তিক নাট্য প্রশিক্ষণ শিবিরের। ২৩ শে আগস্ট উপস্থিত অতিথিগনের বিদ্যালয়ে নাট্যশিক্ষার প্রয়োজন বিষয়ক আলোচনার পর শুরু হয় প্রশিক্ষকণ শিবিরের।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা রূপান্তর সংস্থার প্রতাপ সেন, অভিক দাঁ, দেবদত্ত কর্মকার, সুবীরনারায়ণ দাস, স্বরূপ দেবনাথ।
তিনদিনের প্রশিক্ষণে ছাত্রীরা নির্মাণ করেন তিনটি নাটক প্রশিক্ষকগণের তত্ত্বাবধানে । নাটক ১) প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণ ২) নারী সুরক্ষা ৩) ধর্মের স্বাধীনতা ,স্বাধীনতার ধর্ম।
প্রশিক্ষণ শেষে রূপান্তরের পক্ষ থেকে ছাত্রীদেরকে সনদপত্র দেওয় হয় .
রূপান্তরের পক্ষ থেকে বলা সারা বছরই বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে চলবে এমন বিদ্যালয় ভিত্তিক নাট্য প্রশিক্ষকণ শিবিরের।