বিনোদনরাজ্য

শান্তিনিকেতনে জয়িতা একাডেমিতে দৃষ্টি নাট্য কর্মশালায় প্রস্তুত পরিবেশ সচেতনতা মূলক নাটক “গাছ আমাদের মা”

নীরেশ ভৌমিক : দত্তপুকের দৃষ্টি নাটকের পরিচালক বুদ্ধদেব ভট্টাচার্য্য বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতনে দিনের চেহারা নিয়ে একটি কর্মশালা পরিচালনা করেন।  শান্তিনিকেতনের জসেতি শ্যামবাটিতে জয়িতা একাডেমির কর্ণধার প্রফেসর জয়িতা গাঙ্গুলী দত্তের আহ্বানে দত্তপুকুর দৃষ্টির প্রাণ পুরুষ থিয়েটার ওয়ার্কশপ পরিচালনা করেন।

গত ৮-১০ নভেম্বর একাডেমি ভবনে আয়োজিত নাট্য কর্মশালায় সমিতির সদস্যরা ছাড়াও এলেকার স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দত্তপুকুর দৃষ্টির স্বনামধন্য অভিনেত্রী গার্গী ভট্টাচার্য্য ও ঐশী ভট্টাচার্য্য।

একাডেমির প্রধান অধ্যাপক জয়িতা গাঙ্গুলী দত্ত জানান, তিন দিনব্যাপী এই আবাসিক কর্মশালায় মোট ৫৫ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষণ গ্রহণ করে। জয়িতা দেবী সবাইকে স্বাগত জানান। তরুণ থিয়েটার ডিরেক্টর ঐশী ভট্টাচার্য্যের নির্দেশনায় অভিনয়ের পাশাপাশি শিক্ষার্থীদের নাটকের উপযোগী সঙ্গীত, আবৃত্তি,

নৃত্য, মাইম, মুকাভিনয় ছাড়াও মঞ্চ, পরিবেশ, আচার-ব্যবহার এবং মেকআপের প্রশিক্ষণ দেওয়া হয়। বিশিষ্ট পরিচালক বুদ্ধদেব ভট্টাচার্য্য বলেন, কর্মশালা থেকে পরিবেশ সচেতনতা নিয়ে একটি নাটক ‘গাছ আমাদের মা’ পরিবেশন করা হয়। 

কর্মশালা শেষে জয়িতা একাডেমীর পক্ষ থেকে কর্মশালায় অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীর হাতে সনদ পত্র তুলে দেওয়া হয়। তিন দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষণার্থীদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *